৮ বছরে প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আইপিএলে মুজারাবানি
প্রস্তাবটা প্রথমে এসেছিল বাংলাদেশে। মার্ক উডের বিকল্প হিসেবে তাসকিন আহমেদকে দলে নিতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্ট। কিন্তু বিসিবি থেকে তাকে না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাতেই কপাল খুলেছে ব্লেসিং মুজারাবানির।
৮ বছর পর কোনো জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আইপিএলে সুযোগ পেতে যাচ্ছেন তিনি। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। উডের বিকল্প না হলেও লখনউ দলের সঙ্গে তার থাকাটা অবশ্য নিশ্চিত। এর আগে সর্বশেষ ব্রেন্ডন টেইলর জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে খেলেছিলেন আইপিএলে।
বিজ্ঞাপন
জিম্বাবুয়েতে ভারতীয় অ্যাম্বেসেডার টুইটারে নিশ্চিত করেছে সেটি। অ্যাম্বেসেডার নিজে দেখা করেছেন মুজারাবানির সঙ্গে। টুইটে নিশ্চিত করা হয়েছে শিগগিরই ভারতের যাচ্ছেন মুজারাবানি। আর সেটা আইপিএলের দল লখনউতে যোগ দিতেই।
জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলেছেন মুজারাবানি। ৩০টি আন্তর্জাতিক ওয়ানডে আর ২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নেমেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে ৭.৯৯ ইকোনমি রেটে তার উইকেট সংখ্যা ২৫। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ ম্যাচে ৪৪ উইকেট তার।
বিজ্ঞাপন
কয়েক দিন আগে পিএসএলে মুলতান সুলতান্সের হয়ে চার ম্যাচ খেলে ৮.০৬ ইকোনমি রেটে পাঁচ উইকেট নেন মুজারাবানি। পেশওয়ার জালমির বিপক্ষে ১৮ রানে ৩ উইকেট ছিল তার সেরা বোলিং ফিগার।
এমএইচ