চট্টগ্রামের দুঃস্বপ্ন ভুলে সামনে চোখ মুমিনুলের
ছবি : বিসিবি/রতন গোমেজ
প্রেক্ষাপটটা ভিন্ন হওয়ার কথা ছিল। মঞ্চ যেভাবে প্রস্তুত ছিল, তাতে ম্যাচ শুরুর আগের দিন সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে কথাগুলো বলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের। সুরক্ষা বলয়ের কারণে গণমাধ্যমের মুখোমুখি না হয়ে পাঠানো প্রশ্নের উত্তরগুলো ভিডিও বার্তায় দিচ্ছেন ক্রিকেটাররা। সেই ভিডিও বার্তায় মলিন চেহারায় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের সহজ স্বীকারোক্তি, ঢাকা টেস্টে চাপে থাকবে তার দল।
করোনার কারণে উইন্ডিজের একাধিক ক্রিকেটার এবার বাংলাদেশ সফরে আসেননি। তুলনামূলক খর্ব শক্তির দল নিয়ে এসেও দুই ম্যাচ সিরিজের শুরুর টেস্টে বাজিমাত ক্যারিবীয়দের। দুই অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মেয়ার্স ও এনক্রুমাহ বোনারের ব্যাটে চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। সিরিজ বাঁচাতে গেলে ঢাকা টেস্টে জয় ভিন্ন কোনও ভাবনা নেই বাংলাদেশ দলের। এজন্য চাপ থাকলেও প্রথম টেস্টের ইতিবাচক দিকগুলো নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে চায় টাইগাররা।
বিজ্ঞাপন
ঢাকা টেস্ট শুরুর একদিন আগে বুধবার এক ভিডিও বার্তায় মুমিনুল বলেন, ‘দেখুন আমি ওভাবে কখনও চিন্তা করিনি ভারত সফর বলেন বা পাকিস্তান সফর বলেন। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, তখন যেখানেই সফর করেন না কেন, যত বড় দলই হোক না কেন, ছোট দলই হোক, যখনই খেলবেন ম্যাচ হারলে বা দল যখন ফলাফল করবে না তখন, এমনিতেই চাপ থাকবে। সে হিসেবে তো চাপ আছেই। আর আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, তখন তো চাপ থাকবেই। ওটা নিয়েই কাজ করতে হবে, ওটা নিয়েই খেলতে হবে।’
মুমিনুল আরও বলেন, ‘কথায় আছে, অতীত যেটা চলে গেছে ওটা নিয়ে চিন্তা না করাই ভালো। ওখান থেকে যেগুলো ইতিবাচক জিনিস আছে, সেগুলো নিয়ে সামনে এগোতে চাই। সে হিসেবে আল্লাহর রহমতে সবাই ইতিবাচক আছে। ইনশাআল্লাহ আমরা ইতিবাচক ফলাফল করতে চাই।’
বিজ্ঞাপন
চট্টগ্রামে উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে চারদিন দাপট দেখিয়েও ম্যাচ হারেন মুমিনুল হকরা। কাইল মেয়ার্স অভিষেকেই ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়ে দলকে জেতান।
টিআইএস/এটি/এমএইচ