মিরাজ সেরা দশে, শীর্ষে সাকিবই
আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ের ওয়ানডে ক্যাটাগরিতে অলরাউন্ডার বিভাগে সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। শীর্ষে আছেন যথারীতি সাকিব আল হাসানই।
বেশ কিছুদিন ধরেই ব্যাটে-বলে বেশ ধারাবাহিক পারফরম করছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকা সফরেও উজ্জ্বল এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তিনি। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে মিরাজ ৮ নম্বরে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং ২৩৫ পয়েন্ট।
বিজ্ঞাপন
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৯ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে মিরাজ নিয়েছেন ৬১ রানে ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৬ রান করার পর ৫৬ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের জন্য অলরাউন্ডার ক্যাটাগরির ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মিরাজ। সঙ্গে বোলারদের বিভাগে আগের মতো ৭ নম্বরেই আছেন মিরাজ।
অলরাউন্ডার ক্যাটাগরিতে যথারীতি ১ নম্বর জায়গা ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪০৪। দ্বিতীয় থাকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৯৫।
বিজ্ঞাপন
টিআইএস/এটি/এনইউ