আইসিসির সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের ওয়ানডে ক্যাটাগরিতে অলরাউন্ডার বিভাগে সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। শীর্ষে আছেন যথারীতি সাকিব আল হাসানই।

বেশ কিছুদিন ধরেই ব্যাটে-বলে বেশ ধারাবাহিক পারফরম করছেন মিরাজ। দক্ষিণ আফ্রিকা সফরেও উজ্জ্বল এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তিনি। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে মিরাজ ৮ নম্বরে উঠে এসেছেন। তার বর্তমান রেটিং ২৩৫ পয়েন্ট। 

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৯ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে মিরাজ নিয়েছেন ৬১ রানে ৪ উইকেট। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৬ রান করার পর ৫৬ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের জন্য অলরাউন্ডার ক্যাটাগরির ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মিরাজ। সঙ্গে বোলারদের বিভাগে আগের মতো ৭ নম্বরেই আছেন মিরাজ।

অলরাউন্ডার ক্যাটাগরিতে যথারীতি ১ নম্বর জায়গা ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৪০৪। দ্বিতীয় থাকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৯৫।

টিআইএস/এটি/এনইউ