ছবি: সংগৃহীত

রৌদ্রজ্জ্বল আবহাওয়াতেও কেমন ফ্যাকাশে বাংলাদেশের স্পিনাররা। শূন্য গ্যালারির সামনেও দুরন্ত দুই পেসার। আবু জায়েদ উজ্জ্বল নিজের কারিশমায়। মুমিনুল হক সৌরভ অধিনায়কত্বের সুগন্ধটা এখনো টের পাচ্ছেন না ঠিকঠাক। তাতে উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও বাংলাদেশ আছে অস্বস্তিতে। বৃহস্পতিবার প্রথম দিন শেষে ক্যারিবীয়রা ৯০ ওভারে পাঁচ উইকেটে তুলেছে  ২২৩ রান।

শীতের সকালের উষ্ণতা কিংবা সন্ধ্যা বেলার ফ্লাডলাইট। দিনের আবহাওয়ার রঙ বদলেছে। উইন্ডিজদের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন রয়ে গেছে একই। মাঝে যেটুকু প্রাপ্তি, অবহেলিত পেসারদের কারণেই। প্রথম সেশনের পর শেষ সেশনেও হতাশার। দ্বিতীয় সেশনে রাহী-সৌম্যের উজ্জ্বলতায় খানিকটা স্বস্তি। 

দিনের প্রথম ওভারের চতুর্থ বলে আবু জায়েদ রাহীকে চার মেরে ক্যাম্পবেল শুরু করেছিলেন যে ব্যাটিং, শেষ অবধিও তো সেটাই করে গেল উইন্ডিজ। প্রথম সেশনে একমাত্র সফল বোলার ছিলেন তাইজুল ইসলাম। সাজঘরের পথ দেখান জন ক্যাম্পবেলকে। তবে সুইপ করতে গিয়ে আউট হওয়া ক্যাম্পবেল দায়ই তাতে বেশি। 

প্রথম সেশনে উইন্ডিজরা তুলেছিল ৮৫ রান। দ্বিতীয় সেশনে দারুণ বোলিং করেন দুই পেসার আবু জায়েদ চৌধুুরি রাহী ও সৌম্য সরকার। দুজন মিলে নিয়েছিলেন তিন উইকেট। দারুণ আউট সুইংগারে ১৮ বলে ৫ রানে ফিরিয়েছিলেন আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান কাইল মায়ার্সকে। ইনসাইড অ্যাজে শন মোসলে ৩৮ বলে ৭ ও ক্রেইগ ব্র্যাথওয়েট ফেরেন ১২২ বলে ৪৭ রান করে। 

প্রথম দিনের পিচ থেকে খুব একটা বাড়তি সুবিধা পাননি বোলাররা, আদায়ও করতে পারেনি নিজেদের কৃতিত্বে। তবে সময়ের সঙ্গে যে ক্রিজে ফাটল ধরবে, বল স্পিন করবে সেটা আঁচ করা যাচ্ছে প্রথম দিন শেষেই। সত্যিই তেমনটা হলে ভুগতে হবে বাংলাদেশকেই, চতুর্থ ইনিংসে খেলতে হবে রাকিম কর্ণওয়েলদের। 

তবে আপাতত বাংলাদেশের গলার কাটা হয়ে বিঁধে আছেন এনক্রমাহ বোনার। ব্যাট করছেন স্বাচ্ছন্দ্যে। হাঁকিয়েছেন ফিফটি। এগোচ্ছে সেঞ্চুরির পথে। দিনশেষে তিনি অপরাজিত আছেন ৬ চারে ১৭৩ বলে ৭৪ রান করে। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন জশুয়া ডি সিলভার সঙ্গে। ৪৬ বলে ২২ রানে অপরাজিত তিনি। 

শুক্রবার দ্বিতীয় দিনে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ অনেক। ওয়েস্ট ইন্ডিজ তিনশ পার হয়ে গেলে বিপদের ঘোর বাড়বে আরও। প্রশ্ন উঠবে একাদশ নির্বাচন, পরিকল্পনার ঘাটতি ও নানা বিষয় নিয়ে। এই টেস্ট ড্র কিংবা হেরে গেলে হয়তো রব উঠবে পুরো ক্রিকেটীয় সংস্কৃতির বদলেরও। আপাতত সন্ধ্যা নামার মুখে জ্বলে উঠা শেরে বাংলার ফ্লাডলাইটের মতোই বাংলাদেশের দ্বিতীয় দিনের উজ্জ্বলতা কামনায় নিশ্চয়ই ব্যস্ত বাংলাদেশ দল। 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ : ২২৩/৫ (এনক্রুমাহ বোনার ১৭৩ বলে ৭৪ রান, ক্রেইগ ব্র্যাথওয়েট ১২২ বলে ৪৭ রান; আবু জায়েদ রাহী ১৮-৫-৪৬-২,  তাইজুল ইসলাম ৩০-৫-৬৪-২)

এমএইচ/এটি/টিআইএস