স্ত্রীর পাশে থাকতে ছুটি পেলেন সাকিব
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়ে আবেদন করেছিলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে থাকবেন না তিনি। ওই সময় তৃতীয় সন্তানের বাবা হবেন ওয়ানডেতে বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বিসিবির কাছে চিঠি দিয়ে যে ছুটি চেয়েছিলেন সাকিব, তার সেই ছুটি মঞ্জুর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বোর্ডের ক্রিকেট অপরাশেন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
বিজ্ঞাপন
বৃহ্স্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম বলেন, ‘না! সে তো যাচ্ছে না (নিউজিল্যান্ড সফরে)। নিউজিল্যান্ডের জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’
নিউজিল্যান্ড সফরে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই এই সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের।
বিজ্ঞাপন
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মাঠে ফিরেছিলেন সাকিব আল হাসান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলোতেই খেলেছিলেন তিনি। তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান দেশসেরা এই ক্রিকেটার।
এই চোট থেকে সেরে প্রথম ওয়ানডেতে মাঠে নামেন সাকিব। ওই ম্যাচে ফের চোটে পড়েন তিনি। যে কারণে খেলতে পারছেন না চলতি ঢাকা টেস্টে।
এমএইচ/টিআইএস/এটি