টিকিট পেয়ে হাসিমুখ/ ছবি: সংগৃহীত

করোনার ভয়াল থাবা সামলে আবার ব্যস্ত ক্রিকেট আঙিনা। মাঠে খেলা ফিরলেও গ্যালারির রঙ ধূসর। তবে বিবর্ণ গ্যালারিতে প্রাণ ফিরতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক ফেরাচ্ছে ভারত। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য টিকিট বিক্রয় শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টিকিট হাতে পেরে সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ।

বিশ্ব বাজারে ক্রিকেটের যে উন্মাদনা তৈরি হয়েছে, তার সিংহভাগই এসেছে ভারতের হাত ধরে, তাদের সমর্থকদের মাধ্যমে। অথচ করোনার কারণে দীর্ঘদিন স্টেডিয়ামে বসে খেলা দেখা থেকে বঞ্চিত ছিল ভারতীয় সমর্থকরা। কোভিড-১৯ এর জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মৌসুমের আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে, তবে সেখানেও ছিল না দর্শক প্রবেশাধিকার।

গত মার্চ মাসে করোনা বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করে। সে সময় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। এর পরই মূলত করোনা আতঙ্কে ছড়িয়ে পড়ে চারিদিকে। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়, বাকি দুই ওয়ানডে হবে দর্শকশূন্য মাঠে। এর পর তো সেই দুই ম্যাচ আর আলোর মুখ দেখেনি। সিরিজ অস্পূর্ণ রেখে দেশে ফিরে যায় প্রোটিয়ারা। 

প্রায় ১১ মাস পর আবার ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ ফিরিয়েছে বিসিসিআই। ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নেমেছে বিরাট কোহলির দল। যা শুরু হয়েছে সাদা পোশাকের লড়াই দিয়ে। চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে আবার মাঠে দর্শক ফেরাচ্ছে ভারত। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য টিকিট ছেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর প্রিয় দলের খেলা মাঠে বসে দেখার জন্য টিকিট প্রত্যাশীদের ছিল উপচে পরা ভিড়। যারা টিকিট হাতে পেয়েছেন, সে সমর্থকদের মুখে ছিল বিজয়ের হাসি।   

টিআইএস/এটি