দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতলেও দৈন্যতা ফুটে উঠেছে টেস্ট সংস্করণে। ব্যটিং ব্যর্থতায় ডারনবানের পর পোর্ট এলিজাবেথেও হার বাংলাদেশ দলের। যেখানে সবচেয়ে বেশি সমালোচিত হতে হচ্ছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যেখানে দায়িত্ব নিয়ে ব্যাট করে দলের ফলোঅন এড়ানোর দায়িত্ব ছিল তার কাঁধে, তখন ‘কাণ্ডজ্ঞানহীন’ রিভার্স সুইপে নিজের উইকেট বিলিয়ে আসেন মুশফিক। তার এমন আউটে সংবাদমাধ্যম থেকে সমর্থকরা, ক্ষোভে ফুসছেন সবাই।

তবে এত সমালোচনা ভালো বার্তা বয়ে আনে না বলে মনে করেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। পোর্ট এলিজাবেথ টেস্ট হারের পর মুশফিককে নিয়ে সকলের প্রতি অনুরোধ মুমিনুলের। জানালেন, এই সময় মুশফিকের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করা উচিৎ, যেমনটি মুমিনুল করছেন।

মুমিনুল বললেন, ‘মুশফিক ভাইয়ের আউটটা আমার কাছে মনে হয়, আপনি দেখুন- উনার ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি; যেসব খেলাই হয়, উনি কিন্তু আপনার... আমি জানি না আপনারা হয়ত এটা নিয়ে খুব বেশি কথা বলছেন। আপনারা বলতেই পারেন। রিভার্স সুইপ তো ক্রিকেটেরই একটা শট। তাই না? ক্রিকেটের বাইরের কোনো শট তো না?’

সঙ্গে যোগ করেন মুমিনুল, ‘এই শট তো উনি খেলতেই পারেন। উনার গেম প্ল্যানে যদি থাকে এটা খেলবেই। এমন না যে এটা খেলে রান করেনি বা খুব অসফল। উনি এটা করে রান করে। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিৎ। আমি উনাকে সাপোর্ট করি এটা নিয়ে।’

অফ স্পিনার সাইমন হারমারকে সুইপ করে বাউন্ডারি মেরে নিজের ফিফটি পূর্ণ করেন মুশফিকুর রহিম। এর পরেই যেন মনোযোগ হারিয়ে বসলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এক বল পর রিভার্স সুইপ করতে গিয়ে বিপদ বাড়ালেন। আউট হয়ে ধরলেন প্যাভিলিয়নের পথ। সে সময় দলের ত্রাতা হয়ে উইকেটে টিকে ছিলেন মুশফিক। তার ব্যাটেই ফলোঅন কাটানোর স্বপ্ন বুনেছিল সফরকারীরা। কিন্তু মুশফিকের অমন ‘কাণ্ডজ্ঞানহীন’ আউটের পর আর ফলোঅন এড়াতে পারেনি টাইগাররা।

মুশফিককে কেউ এই সম্পর্কে প্রশ্ন করার মতো অবস্থা আছে কি না এমন প্রশ্নের জবাবে টেস্ট অধিনায়ক বলেছেন, ‘দেখুন, আমি আগেই বলেছি, এই শট খেলে উনি কিন্তু সফল। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমি আপনাদের অনুরোধ করি, আপনারা অনুরোধ মানলে বাংলাদেশ দলের জন্য ভালো। সিরিয়াসলি। আপনারা জিনিসটা নিয়ে অনেক বেশি আলোচনা করতে থাকলে, উনাকে অনেক বেশি বলতে থাকলে উনার জন্য খারাপ, দলের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। উনি শটটা খেলে। এই শট খেলেই সফল হয়।’

টিআইএস/এমএইচ/এটি