নেদারল্যান্ডসের ক্রীড়াজগতে সময়টা যেন ভালো যাচ্ছে না মোটেও। দেশটির ফুটবল দলের কোচ লুই ফন হালের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর এসেছিল কিছুদিন আগে। এবার দেশটির ক্রিকেট দলের কোচকে নিয়েও জেগেছে শঙ্কা। ডাচ দলের প্রধান কোচ রায়ান ক্যাম্পবেল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর থেকে তিনি চলে গিয়েছেন কোমায়।

গত মঙ্গলবার তার ছোট সন্তানের সঙ্গে খেলছিলেন সাবেক অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। এরপরই তিনি আক্রান্ত হয়েছেন হৃদরোগে। তখনই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটতে তার পরিস্থিতির উন্নতি হচ্ছিল বেশ। তবে আজ ১৯ এপ্রিল স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, অবস্থার অবনতি হয়েছে তার। তিনি চলে গেছেন কোমায়। 

নেদারল্যান্ডস দলের কোচ হিসেবে তিনি আছেন সেই ২০১৭ সাল থেকে। চলতি মাসে ডাচ দলের কোচ হিসেবে ৫ বছর পূর্ণ হয়েছে তার। 

খেলোয়াড়ি জীবনে তিনি খেলেছেন অস্ট্রেলিয়া ও হংকংয়ের হয়ে। ২০০২ সালে অজিদের হয়ে খেলেছিলেন দুই ম্যাচে। অ্যাডাম গিলক্রিস্ট পিতৃত্বকালীন ছুটিতে থাকায় তখন সুযোগটা পেয়েছিলেন তিনি। এরপর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৪ বছর বয়সে তিনি হংকংয়ের হয়ে খেলছিলেন তিনি।

এনইউ