ডমিঙ্গো-ডোনাল্ডরা আসছেন শনিবার, পরদিনই আসবে শ্রীলঙ্কা
ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাঠে ফেরার পালা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে অংশ নিতে আগামী রোববার (৮ মে) বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। তার আগে দেশে ফিরবেন বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা।
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন টাইগার ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। গত ৪ মে ছুটি কাটিয়ে ফেরেন তিনি। আগামীকাল শনিবার (৭ মে) ফেরার কথা আছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের।
বিজ্ঞাপন
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ছুটিতে ছিলেন বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। করোনা আক্রান্ত ডমিঙ্গো নিজ দেশ থেকে ফিরবেন কাল সকালে। একই দেশ থেকে আসলেও পেস বোলিং কোচ ডোনাল্ড আজ রওয়ানা করে ঢাকায় পৌঁছাবেন শনিবার সন্ধ্যা নাগাদ। শ্রীলঙ্কা থেকে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ আসবেন সকালেই।
ডমিঙ্গো, হেরাথ, ডোনাল্ডদের নিয়ে আগামী ৯ মে লঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। ৮ মে সন্ধ্যায় ঢাকা থেকে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে উড়ে যাবে অধিনায়ক মুমিনুল হকের দল।
বিজ্ঞাপন
৮ মে সকাল ১১.৪৫টায় ঢাকায় এসে পৌঁছাবে শ্রীলঙ্কা দলের বহনকারী বিমান। সিরিজ শেষ করে ২৮ মে দুপুর ১২.৫৫টায় বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।
দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
এদিকে করোনাভাইরাসের প্রকোপ কমায় এই সিরিজে থাকছে না কোনো জৈব-সুরক্ষা বলয়। করোনা টেস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বোর্ড। তবে ক্রিকেটারদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ।
টিআইএস/এনইউ