সস্ত্রীক করোনাভাইরাসের টিকা নিয়েছেন নির্বাচক নান্নু
মিনহাজুল আবেদীন নান্নু
সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এদিন পাপনের পর সস্ত্রীক টিকা নিয়েছেন বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। টিকা নেওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।
দেশজুড়ে শুরু হওয়া গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি) করোনাভাইরের টিকা নেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। নান্নুর সঙ্গে এদিন টিকা নিয়েছেন তার সহধর্মিণী রীনি আবেদীনও।
বিজ্ঞাপন
টিকা নেওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়ে নান্নু বলেন, ‘সোমবার দুপুরে আমরা টিকা নিয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। খেলা না থকলেও আরও আগেই নেওয়ার চেষ্টা করতাম। শেষ হওয়ায় দ্রুতই নিয়ে নিলাম। এখন পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া অনুভর করছি না। আলহামদুলিল্লাহ ভালো আছি।’
টিআইএস
বিজ্ঞাপন