রেফারিং ইস্যুতে মুখ খুললেন সালাহউদ্দিন
কাজী সালাহউদ্দীন/ছবি: ঢাকা পোস্ট
চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। বিশেষ করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গোল বাতিলের পর সেই সমালোচনা আরো তীব্র হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চেয়ারম্যান মনজুর কাদের রেফারিং বিষয়ে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
আজ লিগের বিরতি কোনো ম্যাচ ছিল না। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন তার কক্ষে রেফারিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। বাফুফে সভাপতির বক্তব্য, ‘আমরা সব সময় নিরপেক্ষ রেফারিংয়ের পক্ষে এবং রেফারিদের সঠিক সিদ্ধান্ত দেয়ার জন্য লিগ শুরুর আগেই বলেছি।’ চলমান বিতর্ক নিয়ে বাফুফে সভাপতি অবশ্য কোনো মন্তব্য করেননি, ‘আমার এই বিষয়ে কোনো বক্তব্য নেই। এই ফুটেজ ফিফায় পাঠানো হয়েছে। সেখানে বিশেষজ্ঞ রয়েছে তারাই পর্যবেক্ষণ দেবে।’
বিজ্ঞাপন
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান বিদেশি রেফারি ও ভিডিও এসিস্ট্যান্ট রেফারি ভিএআর আনার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। এই প্রসঙ্গে বাফুফে সভাপতির মন্তব্য, ‘আমরা লিগের মান বাড়াতে চাই। সেক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার হতেই পারে। ভিএআর ব্যবহার করলে তখন বিদেশি দুই জন লোক আনা হবে এটি পরিচালনা করার জন্য।’
উল্লেখ্য, প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ০-০ গোলে বসুন্ধরা কিংসের সঙ্গে ড্র করেছে। ম্যাচের ৮৭ মিনিটে জামালের গাম্বিয়ান ওমর জোবে গোল করলেও রেফারি ফাউলের বাশি বাজিয়ে গোল বাতিল করেন। কিন্তু সেটা কোনো ভাবেই ফাউল হয়নি।
বিজ্ঞাপন
এজেড/এনইউ