দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে লঙ্কান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৫ মে চট্টগ্রামে, দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৩ মে ঢাকায়। এই সিরিজ শুরুর আগেই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে নির্বাচকদের। মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, উইন্ডিজ সফর দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে।

চট্টগ্রামে আজ শুক্রবার সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘আমরা (দল) প্রায় এগিয়ে রেখেছি। ওখানে তিনটা ফরম্যাট আছে। আর যেহেতু লজিস্টিকের একটা বিরাট কাজ আছে আর সে হিসেবে আমরা আগে থেকে এগিয়ে রাখছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে তিন ফরম্যাটের স্কোয়াড দিয়ে দিব।’

যোগ করেন নান্নু, ‘অবশ্য প্রস্তুতির জন্য আমাদের হাতে বেশি ম্যাচ নেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর জিম্বাবুয়ে সিরিজ আছে। তারপর এশিয়া কাপ, তারপর ওয়ার্ল্ডকাপ। এটা মাথায় রেখেই আমরা এগোচ্ছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে। দলতো দ্বিতীয় টেস্টের মাঝেই দিতে হবে। কারণ, ওয়েস্ট ইন্ডিজ এমন একটা জায়গা যেখানে লজিস্টিকের অনেক কাজ থাকে।’

বাংলাদেশ দলের ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সফরসূচি এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে চলতি মাসের শেষেই উড়াল দেবে টাইগাররা। আগামী ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে গায়ানাতেই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

টিআইএস/এনইউ