ঢাকার টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৬৯তম ওভারে ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিলে বল ছুঁড়ে মারার জন্য শাস্তি পেতে হয়েছে বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলামকে। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার সঙ্গে নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে এই বাঁহাতি স্পিনারের।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, আচরণবিধি ১ এর ২.৯ নম্বর ধারা ভঙ্গ করেছেন তাইজুল।

ঘটনার সূত্রপাত শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ৬৯তম ওভারে। তখন বোলিং করছিলেন তাইজুল। ফলো থ্রোতে বল কুড়িয়ে স্ট্রাইক প্রান্তে থাকা ম্যাথিউসের দিকে ছুঁড়ে মারেন। অথচ ম্যাথিউস পপিং ক্রিজের ভেতরেই ছিলেন, রান নেওয়ার কোনো চেষ্টাও ছিল না। বিষয়টি অখেলোয়াড়সুলভ মনে হওয়ায় আম্পায়াররা অভিযোগ তুললে ব্যবস্থা গ্রহণ করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

এই ঘটনায় অবশ্য শুনানির প্রয়োজন পড়েনি। নিজের বিপক্ষে আনা অভিযোগ এবং আরোপিত শাস্তি মেনে নেন তাইজুল। 

এই ম্যাচে অন ফিল্ড ভূমিকায় আছেন জোয়েল উইলসন ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত; তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।

টিআইএস/এনইউ