সৌরভ গাঙ্গুলি রীতিমতো এক হেঁয়ালিপূর্ণ এক টুইটই করে বসেছেন। যেখানে তিনি জানিয়েছেন তিনি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। এরপর থেকেই শুরু হয়েছে তার বিসিসিআইয়ের সভাপতির পদ ছেড়ে দেওয়ার গুঞ্জন।

আজ বুধবার বিকেলে টুইটারে সৌরভ একটি বিবৃতি দেন। তা ঘিরেই শুরু হয় যাবতীয় জল্পনা কল্পনা। সৌরভ সেখানে বলেন, ‘১৯৯২ সালে ক্রিকেটের যাত্রা শুরু করার পর ২০২২ সালে এসে আমার ৩০ বছর পূর্ণ হয়েছে। এর মধ্যবর্তী সময়ে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাকে সবার সমর্থন এনে দিয়েছে ক্রিকেট। আমার এই যাত্রায় যারা সঙ্গে ছিলেন, আমাকে সমর্থন করেছেন এবং আজ আমি যেখানে আছি, সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’

সেখানে সৌরভ আরও লেখেন, ‘আজ আমি এমন কিছু শুরু করার পরিকল্পনা করছি, যা সম্ভবত প্রচুর মানুষকে সাহায্য করবে। আমি আশা করছি আমার জীবনের নতুন অধ্যায়েও আমাকে সমর্থন দিয়েই যাবেন আপনারা।’

সৌরভের সেই টুইটই মূলত গুঞ্জনের জন্ম দিয়েছে। কোন জগতে প্রবেশ করতে চলেছেন সাবেক ভারতীয় অধিনায়ক? 

বিবৃতির প্রথম অংশই মূলত তার ক্রিকেট ছেড়ে দেওয়ার গুঞ্জন জন্ম দিয়েছিল। ধারণা করা হচ্ছিল তার সভাপতির পদ ছেড়ে দেওয়ার। এ নিয়ে আলোচনাও কম হয়নি।

তবে তার পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জয় শাহ। সংবাদসংস্থা এএনআইকে এমনই জানালেন বিসিসিআইয়ের এই সচিব। তিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্টের পদ ইস্তফা দিচ্ছেন বলে যে গুজব ছড়িয়েছে, তা তথ্যগতভাবে ভুল।’

এনইউ