প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়ামোদী। ক্রীড়াঙ্গনের সব বিষয়ে তিনি পাশে থাকেন। আজ বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় ক্রীড়াবিদ ও সংগঠকদের মাঝে ১ কোটি ৪ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এম.পি।

প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৯২ লক্ষ টাকার আর্থিক অনুদান ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৫ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীর মাঝে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় বেগম রুপা আক্তার ৫ লক্ষ টাকার চেক এবং ২৫ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, সাবেক ফুটবলার মো: শাফিনুর রহমানের পক্ষে তার স্ত্রী সুরাইয়া আক্তার ৩০ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, ক্রীড়া সংগঠক মো: আসাদুজ্জামান ২৫ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, প্রাক্তন জাতীয় ফুটবলার এসকে শুকুর মো: টোটাম ২ লক্ষ টাকার চেক ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ রওশন আক্তার ছবি ৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন।

রওশন আখতার ছবির ছেলে ও স্বামী অত্যন্ত অসুস্থ। তার দুরবস্থার খবর প্রকাশ করেছিল ঢাকা পোস্ট। 

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে অসহায়, অস্বচ্ছল ও অসুস্থ্ ক্রীড়াসেবীদের সহযোগিতা করে যাচ্ছি। আমাদের ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী ছায়ার মতো আমাদের পাশে আছেন। ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের জন্য তিনি উদারহস্থ। আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ৯২ লক্ষ টাকার আর্থিক অনুদান ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৫ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীর মাঝে ১২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করছি। ক্রীড়াসেবীদের জন্য আমাদের এ সহযোগিতা অব্যাহত রয়েছে। ক্রীড়াঙ্গনকে এভাবে  এগিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ 

চেক হস্তান্তর অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এজেড/এটি/এনইউ