মুস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার চেন্নাইয়ে বসেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ওই নিলাম থেকে দল পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তবে নিলামে খুব বেশি দাম ওঠেনি মুস্তাফিজের। ভিত্তিমূল্য ১ কোটি রুপি দিয়ে তাকে দলে টেনেছে রাজস্থান। বিষয়টি অবিশ্বাস্য লেগেছে গৌতম গম্ভীরের কাছে। 

স্টার স্পোর্টসে আলাপচারিতায় ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার গম্ভীর বলেন, ‘মুস্তাফিজের মতো একজনকে এই দামে দলে পাওয়া অবিশ্বাস্য। সে মানসম্মত পেসার। নতুন বল সুইং করাতে পারে। পুরনো বলে কাটার ভালো। শেষদিকের বোলিংয়ে সে কার্যকর। রাজস্থানে জফরা আর্চার, ক্রিস মরিসকে ভালো সঙ্গ দিতে পারবে।’

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুস্তাফিজের পারফরম্যান্সকেও স্মরণ করেন গম্ভীর, ‘আমার মনে আছে, সানরাইজার্স হায়দরাবাদকে সে প্রায় একাই চ্যাম্পিয়ন করিয়েছিল। হ্যাঁ, ডেভিড ওয়ার্নার ও অন্যদের অবদানও ছিল। তবে মুস্তাফিজের কারণেই মূলত শিরোপা জিতেছিল সানরাইজার্স। এবার অল্প দামে দারুণ একজনকে পেয়েছে রাজস্থান।’

রাজস্থানে মুস্তাফিজ সঙ্গী হিসেবে পাবেন জফরা আর্চারকে। পাশাপাশি পেস বিভাগে জায়গা পেতে গেলে তাকে লড়তে হবে অলরাউন্ডার ক্রিস মরিসের সঙ্গে। যাকে আইপিএল ইতিহাসের রেকর্ড মূল্যে দলে টেনেছে রাজস্থান।

এবার রাজস্থানে নাম লেখানোর আগে মুস্তাফিজ খেলেছেন হায়দরাবাদে জার্সিতে।  ২০১৬ সালে হায়দরাবাদের শিরোপা জয়ের টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে সেরা উঠতি ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। সেখানে দুই মৌসুম কাটানোর পর মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন তিনি। 

টিআইএস/এমএইচ/এটি