ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান উড়ন্ত এক সূচনাই এনে দিয়েছিলেন বাংলাদেশকে। তবে তার বিদায়ের পরই ডমিনিকার আকাশ কাঁদল আবার। সেজন্যে খেলাও বন্ধ করতে হলো আবার। বৃষ্টি শেষে খেলা যখন ফিরল মাঠে, ইনিংসের দৈর্ঘ্য কমলো আরও দুই ওভার।

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির লড়াইটা শুরুতেই পড়ে বৃষ্টির মুখে। যে কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১০৫ মিনিট পর, দুই দলের ইনিংসে ৪টি করে ওভার কমিয়ে দেওয়া হয়। এরপর খেলা শুরু হয় যখন, এরপরের কিছুক্ষণ বেশ নির্বিঘ্নে খেলা চলছিল। টসে হেরে আগে ব্যাট করা বাংলাদেশ ৭ ওভার ৪ বলে তুলে ফেলে ৬০ রান। তবে উইকেট হারিয়ে ফেলে চারটি। সবশেষ সাকিবকে হারানোর এক বল পর আবার বৃষ্টি হানা দেয় ম্যাচে।

বৃষ্টির কারণে এমনিতেই ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল ১৬ ওভারে। ফের বৃষ্টির হানায় ইনিংসের দৈর্ঘ্য কমে যায় আরও। দুই ইনিংস এখন খেলা হবে ১৪ ওভার করে। 

এনইউ