সাকিব-মেহেদীর জোড়া আঘাতের পর ঘুরে দাঁড়াচ্ছে উইন্ডিজ
তাসকিন আহমেদের প্রত্যাবর্তন মধুর হলো না। ইনিংসের শুরুতেই এই পেসারের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে মায়ার্স-ঝড়ের মুখে পড়ে প্রথম ওভারেই ১৪ রান দিয়েছেন তিনি। মায়ার্স অবশ্য অতি-আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে বেশি সময় ক্রিজে টিকতে পারেননি। দ্বিতীয় ওভারেই মেহেদী হাসানের বলের লাইন মিস করে বোল্ড হয়ে ফিরেছেন ব্যক্তিগত ১৭ রানে।
তিনে নামা শামরাহ ব্রুকসকে উইকেটে থিতু হতে দেননি সাকিব আল হাসান। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় বলেই ব্রুকসের উইকেট তুলে নেন তিনি। সাকিবকে তুলে মারতে গিয়ে শর্ট মিড উইকেটে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহর তালুবন্দি হয়ে রানের খাতা খোলার আগেই ফিরেছেন ব্রুকস। শুরুর ঝড়ের বাংলাদেশি বোলারদের প্রতিরোধে পাওয়ার প্লে থেকে ৪৬ রান তুলতে সমর্থ হয় স্বাগতিকরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন, ফিরেছেন তাসকিন
৪ ওভারের মধ্যেই ২৬ রানে ২ উইকেট হারানো উইন্ডিজের হাল ধরেছেন ওপেনার ব্র্যান্ডন কিং এবং অধিনায়ক নিকোলাস পুরান। তৃতীয় উইকেট জুটিতে রক্ষণ এবং আক্রমণের মিশেলে ব্যাট চালিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন এই দুজন।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেটে ৮৫ রান সংগ্রহ করেছে উইন্ডিজ। ৩০ বলে ৪২ রানে কিং এবং ১৯ বলে ২৯ রান নিয়ে অপরাজিত আছেন পুরান।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডোমিনিকার উইন্ডসর পার্কে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক পুরান। বৃষ্টির বাগড়ায় ভেসে গিয়েছিল সিরিজের প্রথম ম্যাচ।
এইচএমএ