উইন্ডিজকে হারিয়ে ম্যাচ জিততে করতে হবে ১৯৪ রান। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এর আগে এত সংখ্যক রান তাড়া করতে পারেনি কোনো দল, বাংলাদেশ করতে পারলে সেটা হবে ইতিহাস। তবে আপাতত সে ইতিহাস গড়ার মিশন থেকে যোজন যোজন দূরে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষের আগেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা।

বড় রান তাড়া করতে নেমে শুরুটা হওয়া উচিৎ ছিল চোয়াল বদ্ধ প্রতিজ্ঞায়। বাংলাদেশ দেখেছে ঠিক তার বিপরীত চিত্র। ইনিংসের দ্বিতীয় ওভারে ওবেদ ম্যাকয়ের পরপর দুই বলে সাজঘরের পথ ধরেছেন বাংলাদশের দুই ওপেনার লিটন দাস (৫) এবং এনামুল হক বিজয় (৩)।

ম্যাকয়ের অফ স্টাম্পের বাইরে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে না পেরে ক্যাচ তুলে দেন লিটন, সেই ক্যাচ সহজেই তালুবন্দি করেন শামরাহ ব্রুকস। ম্যাকয়ের পরের বলটিকে স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে ফেরেন বিজয়।

আরও পড়ুন >> পাওয়েল-ঝড়ে বাংলাদেশের সামনে পাহাড়সম রানের চ্যালেঞ্জ

দুই ওপেনারকে হারানোর পর দুই অভিজ্ঞ সারথি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ওডিন স্মিথকে এগিয়ে এসে তুলে মারতে গিয়ে ম্যাকয়ের হাতে ধরা পড়েন তিনি। ৭ বলে ১১ রানেই থামে তার ইনিংস।

সাকিব (১৭*) অবশ্য অপর প্রান্তে তরুণ আফিফ হোসেনকে (২১*) নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে রোভম্যান পাওয়েল (২৮ বলে ৬১*) এবং ব্র্যান্ডন কিংয়ের (৪৩ বলে ৫৭) ঝড়ো ব্যাটিংয়ে ১৯৩ রানের পাহাড় গড়ে উইন্ডিজ।

এইচএমএ