তিন থেকে কমে আকমলের শাস্তি এক বছর, ফিরছেন ক্রিকেটে
উমর আকমল। ফাইল ছবি
ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করেছিলেন উমর আকমল। নিষিদ্ধ হয়েছিলেন তিন বছরের জন্য। এরপর দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তানের আদালতের। শাস্তিও কমেছিল। তিন থেকে কমে নিষেধাজ্ঞা করা হয়েছিল দেড় বছর। তবুও সন্তুষ্ট ছিলেন না উমর আকমল।
তখনই জানিয়েছিলেন শাস্তি আরও কমানোর জন্য লড়াই চালিয়ে যাবেন। তার ফলশ্রুতিতে গিয়েছিলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। সেখানে আরও ছয় মাস কমেছে আকমলের শাস্তি। গত বছরে ফেব্রুয়ারির ২০ তারিখ থেকে আকমলের শাস্তি কার্যকর করা হয়।
বিজ্ঞাপন
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত মৌসুম শুরুর আগে তাকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটা গ্রহণ না করলেও আকসুকে জানাননি আকমল। একই অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শুক্রবার জানিয়েছে আকমলের নিষেধাজ্ঞা কমার খবর। গত বছরের ফেব্রুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইতোমধ্যেই এক বছর পার করে ফেলেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তাই এই মুহূর্তে ক্রিকেটে ফিরতে বাধা নেই তার।
বিজ্ঞাপন
তবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জন্য এখনই বিবেচিত হবেন না আকমল। পিসিবি জানিয়েছে, তাকে জরিমানা দিতে হবে ৪২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি। বোর্ডের দুর্নীতি বিরোধী ইউনিটের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে হবে তাকে। পাকিস্তানের জার্সিতে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন আকমল।
এমএইচ