টেলিভিশনে দর্শক টানায় ভারত-পাকিস্তান ম্যাচের নতুন রেকর্ড
ক্রিকেটে ভারত-পাকিস্তান মহারণের আবেদন অন্যরকম। উত্তেজনা আর রোমাঞ্চের দিক দিয়ে এই দ্বৈরথের কোনো জুড়ি নেই। শুধু দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই নন, বিশ্বজুড়ে ক্রিকেট অনুরাগীরা এই দুই বৈরি প্রতিবেশীর ক্রিকেট মাঠের ‘যুদ্ধ’ দেখতে মুখিয়ে থাকেন। এই দুই দেশের ম্যাচের টিকিট যেমন মুহূর্তেই বিক্রি হয়ে যায়, তেমনি বিশ্বের কোটি কোটি ক্রিকেট অনুরাগী টেলিভিশনে উপভোগ করেন তাদের ক্রিকেটীয় লড়াই।
সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে এবং সুপার ফোরে দুইবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এর মাঝে ২৮ আগস্ট গ্রুপ পর্বের ম্যাচটি রেকর্ডসংখ্যক দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করেছেন বলে জানিয়েছে আসরের সম্প্রচারক প্রতিষ্ঠান ডিজনি স্টার। বিশ্বকাপের ম্যাচগুলো বাদে ভারত-পাকিস্তানের সেই ম্যাচ টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক টানতে সক্ষম হয়েছে বলে দাবি তাদের।
বিজ্ঞাপন
ডিজনি স্টারের তথ্য অনুযায়ী, ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের সেই ম্যাচ ১৩৩ মিলিয়ন দর্শক টেলিভিশনে উপভোগ করেছে। ২০১৬ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি দর্শক এবারের ম্যাচটি দেখেছে বলে জানায় তারা।
একইসঙ্গে এশিয়া কাপের গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের দর্শক পরিসংখ্যানও প্রকাশ করেছে তারা। গ্রুপ পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে আসরের ছয় দল। এর মধ্যে গ্রুপ ‘এ’তে ভারত এবং পাকিস্তানের সঙ্গে ছিল হংকং, আর গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে ছিল শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। গ্রুপ পর্বে দুই গ্রুপের তিনটি করে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ছয়টি ম্যাচ টেলিভিশনে উপভোগ করেছে প্রায় ১৭৬ মিলিয়ন দর্শক।
বিজ্ঞাপন
রোববার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
এইচএমএ