আসছে অক্টোবরের ১০ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের জাতীয় ক্রিকেট লিগ। আসর শুরুর আগে বড়সড় এক চমক দেখালো খুলনা বিভাগ। জাতীয় দলের সাবেক তারকা পেসার সৈয়দ রাসেলকে তাদের প্রধান কোচের দায়িত্ব দিল। এছাড়া গত আসরের মতো এবারো সহকারী কোচের দায়িত্বে থাকছেন জাতীয় দলের সাবেক আরেক পেসার রবিউল ইসলাম।

রাসেলের খুলনা বিভাগের প্রধান কোচ হওয়ার খবরটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ রবিউল ইসলাম। তিনি জানান খুব দ্রুত রাসেল দেশে ফিরবেন, স্কিল ক্যাম্পিং শুরুর আগেই দায়িত্ব গ্রহণ করবেন।

রবিউল ইসলাম বলেন, ‘গত বছরও আমি সহকারী কোচের দায়িত্বে ছিলাম, সেবার রিপন ভাইয়ের সাথে কাজ করেছি। এবার ইনশাআল্লাহ রাসেল ভাইয়ের সাথে কাজ করব। ২৫ তারিখ থেকে সম্ভবত ফিটনেস পরীক্ষা হবে খেলোয়াড়দের এরপর ২৮ তারিখ থেকে স্কিল ক্যাম্পিং শুরু হবে। এরপর ১০ অক্টেবরে খুলনায় আমাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।’ 

এর আগে বিপিএলের সপ্তম আসরে প্রথমবারের মতো ঢাকা প্লাটুনের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ রাসেল। এরপর খুলনা বিভাগীয় দলের সহকারী কোচ দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ছিলেন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির বোলিং কোচের দায়িত্বে। এছাড়া রবিউল ইসলামও জাতীয় দল থেকে অবসরের পর কোচিং পেশা বেছে নেন। গেল আসরের পর এবারো দায়িত্ব পালন করছেন খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে।

এসএইচ/এটি/ওএফ