বিমানবন্দরে আফিফকে শুভেচ্ছা জানালেন মুস্তাফিজ
সংযুক্ত আরব আমিরাতের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে ঢাকা ছেড়েছেন টাইগাররা। সেখানে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবেন আফিফ হোসেন- নুরুল হাসান সোহানরা।
বিমানবন্দরে বসেই মুস্তাফিজুর রহমান তার জাতীয় দলের সতীর্থ আফিফ হোসেনকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন পেসার মুস্তাফিজ। একইসঙ্গে আফিফ এবং বাংলাদেশ দলের জন্য চেয়েছেন দোয়া।
বিজ্ঞাপন
সেই পোস্টে মুস্তাফিজ লিখেছেন, ‘জন্মদিনে আফিফ হোসেনকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি। এই তরুণ প্রতিভা এবং বাংলাদেশ দলকে আপনার প্রার্থনায় রাখুন।’
আফিফ হোসেন ধ্রুব ২২ সেপ্টেম্বর ১৯৯৯ সালে খুলনা বিভাগে জন্মগ্রহণ করেন। এরপর বেড়ে ওঠা নিজ এলাকায় হলেও পরে যোগ দেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে)। এরপর সেখানে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে জায়গা করে নেন বাংলাদেশ জাতীয় দলে। বর্তমানে বাংলাদেশ দলের সাদা বলের ক্রিকেটে অন্যতম ব্যাটার আফিফ হোসেন।
বিজ্ঞাপন
এসএইচ/এটি