করোনার মধ্যে প্রথমবার বিদেশ সফর। বড় পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। এর আগে দেশের বাইরে খেলতে গিয়ে কখনোই কোয়ারেন্টাইনের মারপ্যাঁচে পড়তে হয়নি টাইগারদের। 

কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কার সঙ্গে দেন-দরবার না হওয়ায় সেখানে খেলতে যায়নি বাংলাদেশ দল। তবে নিউজিল্যান্ডে মানতে হচ্ছে কড়া নিয়ম। এতে অবশ্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সন্তুষ্টি কুড়িয়েছে সফরকারী বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইনে প্রথম সাতদিন ঘরবন্দি থাকতে হবে সফরকারী দলকে। এই সময় প্রতিদিন ৩০-৪০ মিনিটের জন্য একবার বাইরে বের হওয়ার সুযোগ পাচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। এর বাইরে বের হওয়ার অনুমিত নেই তাদের। এমনকি খাবারের বিষয়েও আছে বিধিনিষেধ। খাবার দরজার সামনে থেকে নিয়ে রুমে বসে খেতে হয় ক্রিকেটারদের। দরজা খুললেই মাস্ক পরিধান করতে হয় তাদের।

নিউজিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেধে দেওয়া সবগুলো নিয়মই বেশ জুতসইভাবে পালন করছে বাংলাদেশ দল। সফরকারীদের কোয়ারেন্টাইন আচরণে সন্তুষ্টি প্রকাশ করেছে সে দেশের ক্রিকেট বোর্ড ও স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি বাংলাদেশি গণমাধ্যমকে জানিয়েছেন দলের সঙ্গে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এক ভিডিও বার্তায় জালাল ইউনুস বলেন, ‘আমরা ৩৫ জন আছি, ৯ জন করে তিনটা গ্রুপ, একটা গ্রুপে ৮ জন। এভাবেই আমরা বের হচ্ছি দুই বেলা। সবাইকে সতর্ক করে দেওয়া হচ্ছে যেন কোনভাবেই মাস্ক ছাড়া বের না হয়। এমনকি খাওয়া যখন গ্রহণ করি আমরা দরজার কাছ থেকে সেটাও যেন মাস্ক পরে তবেই নিই। মাস্ক ছাড়া অনুমিত নেই। তাই তাদের বারবার সতর্ক করা হচ্ছে যেন মাস্ক ছাড়া করিডোর থেকে খাবার না নেয়।’

তিনি আরও বলেন, ‘সাব্বির (সাব্বির খান) বলে দিয়েছে, আমিও বলে দিয়েছি সবাইকে। আর সবাই প্রটোকল মেনেই চলছে। নিউজিল্যান্ড সরকারের তরফ থেকে সাব্বিরদের একটা মিটিং ছিল আজ (সোমবার) সকালে। তারা খুবই সন্তুষ্ট যে আমরা কোন প্রটোকল ভাঙিনি।’

টিআইএস/এমএইচ