ইনজুরি যেন পিছুই ছাড়ছে না শ্রীলঙ্কার। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তারকা পেসার দুশমন্থ চামিরা, মাঠেই নামতে পারছেন না প্রমোদ মাদুশান। মঙ্গলবার বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন বিনুরা ফার্নান্দোও। এমন সংকটের সময় দলকে বাঁচাতে আরও তিনজন খেলোয়াড়কে বিশ্বকাপের স্কোয়াডে স্ট্যান্ডবাই রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। 

বিশ্বকাপের মাঝপথেই অস্ট্রেলিয়া যাচ্ছেন নিরোশান ডিকওয়েলা, আসিথা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা। বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান টিম ম্যাককাসকিলের সঙ্গে অজিদের ডেরায় সফর করবেন এই তিন ক্রিকেটার।

আগামীকাল অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কথা রয়েছে নিরোশান ডিকওয়েলা, আসিথা ফার্নান্দো ও মাথিশা পাথিরানার। পৌঁছেই সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন তারা।

গত এক বছরে একটিও টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ না পাওয়া ডিকওয়েলা নিয়মিতই খেলেছেন ওয়ানডে ও টেস্টে। এদিকে এশিয়া কাপে সুযোগ পেয়েও তেমন পারফর্ম করতে পারেননি পাথিরানা।

এনইআর