সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ম্যাচে লঙ্কানদের ধবলধোলাই করে ৬৫ রানের জয় তুলেছে কেন উইলিয়ামসনের দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ১৫ রানে ৩ উইকেট হারিয়ে বিশাল চাপের মুখে পড়ে ব্ল্যাকক্যাপসরা।

চাপের আঁচ দলের ওপর লাগতে দেননি গ্লেন ফিলিপস। ড্যারিল মিচেলকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েছেন বড় জুটি।

ম্যাচের নায়ক ফিলিপস পেয়ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি। এমন সেঞ্চুরিতে উদযাপনটা তো বড়সড় হওয়াই উচিত। 

ব্যাটিংয়ে শুরু থেকেই অসহায় লেগেছে শ্রীলঙ্কাকে। টপ অর্ডারদের কেউই পাননি ভালো রান। 

দলের ব্যাটিং বিপর্যয় দেখে হতাশ কোচ ক্রিস সিলভারউড। এমন বিপর্যয় যেন বিশ্বাসই করতে পারছেন না ইংলিশ এ কোচ।

কিউই বোলারদের তোপের সামনে শেষমেষ ১০২ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। আর তাতে সেমিফাইনালে ওঠার পথটা দুঃসাধ্যই হয়ে গেল দাসুন শানাকার দলের জন্য।

এনইআর