দিন যত গড়াচ্ছে তত জটিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সমীকরণ। বৃষ্টির কারণে অনেকগুলো ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শুধু নেদারল্যান্ডস ও আফগানিস্তান বাদে বাকি সব দলই টিকে আছে সেরা চারের লড়াইয়ে। সেমিফাইনালের সমীকরণটা বাংলাদেশের গ্রুপ টুয়ের চেয়ে বেশি জটিল গ্রুপ ওয়ানে। 

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের গ্রুপে এখন পর্যন্ত বিদায় নিশ্চিত হয়েছে শুধু আফগানদের। চারটি করে ম্যাচ খেলা বাকি পাঁচ দলের সবকটিই আছে পয়েন্ট টেবিলে বেশ কাছাকাছি। ম্যাচ যত গড়াচ্ছে তত পাল্টাচ্ছে সমীকরণ, পরিবর্তিত হচ্ছে পয়েন্ট টেবিল।

আজকের শ্রীলংকা-আফগানিস্তান ও ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের আগেও স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ছিল ইংলিশরা। শ্রীলঙ্কা ছিল আয়ারল্যান্ডের নিচে। কিন্তু এই দুই ম্যাচেই আবারও পয়েন্ট টেবিলের চেহারা পাল্টে গেছে। সমান পাঁচ পয়েন্ট থাকলেও নেট রান রেটের কারণে এখন অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে আছে ইংল্যান্ড।

গ্রুপ টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের পয়েন্টও এখন পাঁচ। তবে নেট রান রেটের হিসাবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে আছে কেন উইলিয়ামসনের দল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে সহজেই সেমিফাইনাল নিশ্চিত হতে পারে বোল্ট-ফিলিপসদের। হারলেও একেবারে বাদ নয় গতবারের রানার আপরা। তবে সেক্ষেত্রে তাদের পাড়ি দিতে হবে জটিল সমীকরণ। 

সমান পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সামনে সমীকরণটা বেশ কঠিন। নিজেদের শেষ ম্যাচে শুধু জিতলেই চলবে না এই দুই দলের, জিততে হবে বড় ব্যবধানে। যদি দুদলই জেতে আর নিউজিল্যান্ডও আয়ারল্যান্ডকে হারায়, তাহলে নেট রান রেটের হিসেবে সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে। আর যেকোনো এক দল হারলে আরেক দল সহজেই উঠে যাবে সেমিতে। 

৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কোনোমতে সেমির সম্ভাবনা টিকিয়ে রেখেছে শ্রীলংকা-আয়ারল্যান্ড। শেষ ম্যাচে করণীয় হিসেবে দুদলের ক্ষেত্রে কমন একটা জিনিসই, তা হল জিততে হবে বিশাল ব্যবধানে। কিন্তু বিশাল ব্যবধানে জিতলেও চলবে না। আছে আরও সমীকরণ।

নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড যদি বড় ব্যবধানে জিতে যায়, তবে শুধু অস্ট্রেলিয়া হারলেই এই দুইদল খেলবে সেমিফাইনাল। আর যদি শুধু শ্রীলঙ্কা জেতে তাহলে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কেউ হারলে সেমিফাইনালে খেলবে দাসুন শানাকার দল। অন্যদিকে শুধু আয়ারল্যান্ড জিতলে তাদের কামনা করতে হবে অস্ট্রেলিয়ার হার। 

চার ম্যাচের মধ্যে দুটো হেরে ইতোমধ্যে বাদ আফগানিস্তান। বৃষ্টির কারণে পরিত্যক্ত দুই ম্যাচে দুই পয়েন্ট পেয়েছে মোহাম্মদ নবির দল। 

এনইআর