বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দেশের নাম্বার ওয়ান অলরাউন্ডারের তকমা পেয়েছেন তিনি। সাকিবকে ছাড়া নিউজিল্যান্ড খেলতে গেছে বাংলাদেশ দল। এই অলরাউন্ডারের অনুপস্থিতি বাংলাদেশকে দলকে ভোগাবে বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা। তবে অধিনায়ক তামিম ইকবালের প্রতি পূর্ণ আস্থা আছে তার।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। তাকে ছাড়াই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একে তো বিরুদ্ধ কন্ডিশন, তার ওপর এযাবতকালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওদের মাটিতে এখনো জয়ের স্বাদ পাওয়া হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি মনে করেন, এবারের সফরে সাকিবের অনুপস্থিতি ভোগাবে দলকে। 

শুক্রবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে হয়ে যাওয়া ‘মুজিববর্ষ অমর একুশে ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর ফাইনালে ম্যাচে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন মাশরাফি। সেখানে এ কথা জানান তিনি। তবে ওয়ানডে সংস্করণে বর্তমান অধিনায়ক তামিমের ওপর আস্থা রাখছেন নড়াইল এক্সপ্রেস।

মাশরাফি বলেন, ‘আমরা সবাই জানি নিউজিল্যান্ড সহজ জায়গা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, অবশ্যই তার সাথে সাকিব নেই। কঠিন হতে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে (তামিম) যেভাবে কথা বলেছে সেটা খুবই ইতিবাচক। এবং আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ দল ভালো করবে।’

মাশরাফি বলেন, হার-জিত থাকবেই। তবে দলকে চাপমুক্ত রাখার আহ্বান তার। নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে দলকে বাড়তি চাপ মুক্ত রাখলে ভালো ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

মাশরাফি বলেন, ‘সবাই আশা করছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে আছে ভালো করবে। কিন্তু আমার কাছে মনে হয় না টিমকে অযথা বেশি চাপ দেওয়া উচিত। আমরা সবাই জানি বিপক্ষ কন্ডিশন। ওখানে আমরা যদি এখান থেকে ভালোভাবে সমর্থন দিই, সমর্থনের অবশ্যই বিভিন্ন ধরণ আছে। ওই চাপটা থেকে যদি ওদের মুক্ত করে দেই, তাহলে আমি নিশ্চিত যে তারা ভালো খেলবে।’

বাংলাদেশ দলের সফল সাবেক অধিনায়ক আরও বলেন, ‘হারজিত অবশ্যই আছে, আমার বিশ্বাস ওরা ভালো করবে যদি আমরা চাপটা ওদের ওপর কমিয়ে দেই। আমার কাছে মনে হয় যে টিম আছে ওখানে, ক্যাপেবল এনাফ ভালো খেলার জন্য। কিন্তু সবাই তো গণনা করে আপনি ম্যাচ জিতছেন না হারছেন, সো সেই অ্যাবিলিটিও আছে, কিন্তু আমাদের চাপ কমাতে হবে।’

টিআইএস/এমএইচ