ছবি: সংগৃহীত

টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে তিন ম্যাচ। হেরেছে তিনটিতেই, সবকটিই ইনিংস ব্যবধানে। এ ধারা থেকে বের হওয়ার সুবর্ণ সুযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। তবে সে ভাবনা আপাতত একপাশে রেখে চাপহীন ক্রিকেটই খেলতে চান অধিনায়ক মুমিনুল হক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলবে আগামী জানুয়ারিতে। যেখানে থাকবে তিনটি ওয়ানডে আর দুটো টেস্টের সিরিজ। খসড়া সূচিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটো টি-টোয়েন্টি থাকলেও উইন্ডিজ কর্তৃপক্ষ করোনা মহামারী আর দীর্ঘ জৈব সুরক্ষা-বলয়ের কথা মাথায় রেখে সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবিকে।

তবে সিরিজটিতে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট জেতার সুযোগ। ২০১৮ সালের সর্বশেষ সিরিজে যে দুটো টেস্টেই হারিয়েছিলো বাংলাদেশ। তবে অধিনায়ক মুমিনুল জানাচ্ছেন, সে ভাবনা বয়ে আনতে পারে বাড়তি চাপ। তাই সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেই মাঠে নামতে চায় স্বাগতিক বাংলাদেশ।

মুমিনুল সংবাদ মাধ্যমকে বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাবনা মাথায় আনলে সঙ্গে সঙ্গে কিছু প্রত্যাশা, নেতিবাচক চিন্তাও চলে আসবে। আর তাই এসব চিন্তা না করে শুধু ভালো খেলার সুযোগটা নিয়েই ভাবতে চাই আমরা।’

করোনা মহামারীর কারণে অনেকগুলো সিরিজ স্থগিত হয়ে গেছে বাংলাদেশের। সে অনাকাঙ্খিত বিরতির পর আবারও টেস্ট অঙ্গনে ফিরছে দল, মুমিনুলের ভাবনার পুরোটা জুড়ে এখন আছে সে ব্যাপারটাই, ‘টেস্ট খেলতে গেলে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে পারবেন না আপনি। করোনা মহামারীর পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। আমরা যারা সুযোগ পাবো তারা নিজেদের শতভাগই ঢেলে দিয়ে চেষ্টা করবে। সেটা ভাবলেই আমরা সিরিজটা ভালোয় ভালোয় শেষ করতে পারবো।’

সফরকারীরা চাপে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মুমিনুল জানালেন প্রতিপক্ষের দীর্ঘদিন জৈব-সুরক্ষা বলয়ের কথা। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বলয়ে ছিলো ক্যারিবীয়রা, সঙ্গে যোগ হয়েছে হারের গ্লানি। ব্যাপারটা সুবিধা করে দিতে পারে, অভিমত বাংলাদেশ টেস্ট অধিনায়কের। মুমিনুল বললেন, ‘ওরা এর আগে কয়েকটা সিরিজ খেলেছে জৈব-সুরক্ষায়। এটা তাদের মানসিকভাবে পিছিয়ে দিয়ে থাকতে পারে। আর কোনো দল যদি আমাদের এখানে সিরিজ হেরে আসে, সেটা অবশ্যই আমাদের জন্যে ইতিবাচক ব্যাপার।’

তবে সুবিধাটা কাজে লাগানোর জন্যেও নিজেদের শতভাগ দিতে হবে, সতীর্থদেরকে মুমিনুলের হুশিয়ারি। তিনি বললেন, ‘ওদের টানা সিরিজ হেরে এখানে আসার মানেই নিশ্চিত সিরিজ জয়, ব্যাপারটা তেমনও নয়। সামর্থ্যের সবটুকু দিয়েই খেলতে হবে, সবার পারফর্ম করতে হবে সিরিজ জিততে হলে।’

এনইউ