ছবি: সংগৃহীত

মৌসুমজুড়েই অধারাবাহিক জুভেন্তাস। এই ভালো তো এই খারাপ। তবুও লিগে অপরাজিতই ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা। সে ধারাটাও ভেঙেছে এবার। ফিওরেন্তিনার কাছে নিজেদের মাঠে ৩-০ গোলে হেরেছে সিরি’আ শিরোপাধারীরা।

মাত্র আগের ম্যাচেই রোনালদো করেছিলেন জোড়া গোল, দল পেয়েছিলো ৪-০ ব্যবধানের দুরন্ত এক জয়। এরপর উচ্ছ্বসিত কোচ আন্দ্রেয়া পিরলো জানিয়েছিলেন, এ দলটাকেই দেখতে চান প্রতি ম্যাচে। সে ছন্দ ধরে রাখবে কি, জুভেন্তাস নিজেদের মাঠে বুধবার রাতে গোল হজম করলো ম্যাচের তৃতীয় মিনিটেই।

ফ্র্যাঙ্ক রিবেরির থ্রু বলে দারুন এক প্রথম স্পর্শ বল আয়ত্বে নেয়া দুসান ভ্লাহভিচ ছিটকে দেন দুই জুভেন্তাস ডিফেন্ডারকে। একা গোলরক্ষককে হারাতে এরপর কোনো সমস্যাই হয়নি ফিওরেন্তিনা ফরোয়ার্ডের। ভ্লাহভিচের গোলে তিন মিনিটেই জুভেন্তাসের মাঠে এগিয়ে যায় সফরকারীরা।

শুরুর ধাক্কা সামলে জুভেন্তাস যখন ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে নিজেদের, পরের ধাক্কাটা এলো তখনই। ফিওরেন্তিনা রক্ষণে উঠে কাস্ত্রোভিলি গায়েতানোকে বিপদজনক এক ট্যাকল করে বসেন হুয়ান কুয়াদ্রাদো। শুরুতে হলুদ কার্ড দেখলেও ভিএআর পরীক্ষার পর লাল কার্ড নিয়তি হয় তার। জুভেন্তাস পথ হারায় আরও। ২৬তম মিনিটে সফরকারী খেলোয়াড় ক্যাস্ত্রোভিলির শট প্রতিহত করেন গোলরক্ষক ভয়চিখ সজেস্নি। রক্ষা পায় জুভেন্তাস।

দলের সঙ্গে সঙ্গে রোনালদোও ছিলেন না চেনা ছন্দে। ৩২ থেকে ৩৭ মিনিটে তিনটি সহজ সুযোগ নষ্ট করে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন তিনি। দ্বিতীয়ার্ধে একবার অবশ্য বল জালে পাঠিয়েছিলেন পর্তুগীজ তারকা। তবে ৫২ মিনিটের এই হেড করার সময় তিনি ছিলেন অফসাইডে, আরও একবার তাই গোলবঞ্চিত থাকে পিরলোর শিষ্যরা। ৭৬ মিনিটে সোফিয়ান আমরাবাতের ক্রস অ্যালেক্স সান্দ্রোর পায়ে লেগে দিক বদলে জালে জড়ালে আরও দুর্দশায় পড়ে জুভেন্তাস। সিরি’আ শিরোপাধারীদের কফিনে শেষ পেরেকটি যোগ হয় ৮১ মিনিটে, রিবেরির ক্রস থেকে গোল করেন ফিওরেন্তিনা ডিফেন্ডার মার্তিন কাসেরেস।

এই হারের ফলে তালিকার চারে নেমে এসেছে জুভেন্তাস। ১৩ ম্যাচে ছয়টি করে জয় ও ড্র নিয়ে দলটির অর্জন ২৪ পয়েন্ট। সমান ম্যাচে লিগের শীর্ষে থাকা মিলানের সংগ্রহ ৩১ পয়েন্ট, তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার এক ম্যাচ কম নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। 

চলতি বছরে এটাই ছিলো জুভেন্তাসের শেষ ম্যাচ। নতুন বছরে আগামী ৪ জানুয়ারি উদিনেসেকে আতিথ্য দেবে ‘বিয়েঙ্কোনেরি’রা।

এনইউ