দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং। ঐতিহ্যবাহী ক্লাব হলেও এত দিন সেই অর্থে জিম ছিল না তাদের। অবশেষে মাঝারি মানের একটি জিম করেছে সাদা কালো শিবির। 

জিমের পাশাপাশি আলাদা একটি ফিজিও রুম হয়েছে এবার। মঙ্গলবার দুপুরে ক্লাবের সাবেক ফুটবলার ও কর্মকর্তারা এই জিম ও ফিজিও উদ্বোধন করেন। খেলোয়াড়দের আবাসিক কক্ষের বিপরীত পাশে এক কক্ষে জিম করা হয়েছে। একই পাশে অন্য আরেকটি কক্ষে ফিজিও রুম করা হয়েছে। 

মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন,‘অনুশীলনে ফুটবলার অনেক সময় আঘাত পায়। সেক্ষেত্রে সামান্য কিছুর জন্যও হাসপাতালে যেতে হয়। এখানে সামান্য বা মাঝারি মানের ব্যাথা, ইনজুরির চিকিৎসা আমাদের এখানেই করানো যাবে।’ 

জিমটি খুব বেশি আধুনিক মানের না হলেও মোটামুটি মানসম্পন্ন। বাংলার ম্যারাডোনা খ্যাত মোহামেডানের সাবেক তারকা সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির বলেন,‘বর্তমান ফুটবলে জিমের বিকল্প নেই। ক্লাব কর্তৃপক্ষ শেষ পর্যন্ত একটা জিমের ব্যবস্থা করেছে এজন্য ধন্যবাদ। এই জিমের ফলে ফুটবলারদের সামর্থ্য বাড়বে এবং পারফরম্যান্স ভালো হবে।’ 

ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতাতেই এই দু’টি নতুনত্ব এসেছে মোহামেডানে। 

এজেড/ এমএইচ