ভারতের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে গোটা বাংলাদেশকেই আনন্দের জোয়ারে ভাসিয়েছে টাইগাররা। গত কয়েক বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ভারতের বিপক্ষে বেশিরভাগ ম্যাচেই তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। তবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার বাংলাদেশকে ডুবতে দেননি মেহেদী হাসান মিরাজ। উত্তেজনায় ভরা ম্যাচে ভারতকে ১ উইকেটে হারিয়ে শেষ হাসি হেসেছে লিটন দাসের দল।

দশম উইকেট জুটিতে ব্যাটিং করছিলেন মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। তখনও দলের প্রয়োজন ৫০ রানের বেশি। তবে সে সব চাপকে জয় করে আত্মবিশাস নিয়েই মাঠ ছেড়েছেন এই দুই ব্যাটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ এসেও বললেন  আত্মবিশ্বাসের কথা। জানালেন, মনের ভিতর জোর ছিল যে পারবো।

এ প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, ‘সত্যি বলতে আমি বিশ্বাস করছিলাম। আমার বিশ্বাস খুব ভালো ছিল। আমার কাছে একবারও মনে হয়নি ম্যাচটা হারবো। আমার মনে চলছিল, আমি পারবো। বারবার নিজেকে বলেছি আমি পারবো, আমি পারবো।’

মিরাজের সঙ্গে ব্যাট করা মুস্তাফিজ চাপের সময় সাহস জুগিয়েছেন তাকে। এমন জয় থেকেই সামনে নতুন শুরু হবে বলে আশাবাদী এই অলরাউন্ডার। মিরাজ বলছিলেন, ‘আমার কাজ কী এটা নিয়ে আমি স্পষ্ট ছিলা। আমি কী করব বা করতে চাই সেটা জানতাম। এছাড়া মুস্তাফিজ অনেক সাহস দিয়েছে। সব মিলিয়ে বিশ্বাস ছিল আমি পারব। এর আগেও আমরা এমন পরিস্থিতিতে অনেক ম্যাচ হেরেছি। কিন্তু এবার থেকেই হয়তো নতুন শুরু হবে।’

এসএইচ/এনইআর