মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ শুক্রবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে নেমেছিল শহীদ মুশতাক একাদশ এবং শহীদ জুয়েল একাদশ। এই ম্যাচে জয়ের জন্য শেষ বলে ৩ রান প্রয়োজন হলে জিয়াউর রহমান ছক্কা হাঁকিয়ে জুয়েল একাদশকে রোমাঞ্চকর জয় এনে দেন।

মিরপুরে শুরুতে টসে হেরে আগে ব্যাট করে সৌম্য সরকারের নেতৃত্বাধীন শহীদ মুশতাক একাদশ। তবে জুয়েল একাদশের বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয় ১২৩ রানে। মুশতাক একাদশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান করেন আকবর আলি। এছাড়া সৌম্য করেন ২২ রান। জুয়েল একাদশের হয়ে সমান ৩ টি করে উইকেট নেন রাব্বি, সানি ও মৃত্যুঞ্জয়। বাকি ১ উইকেট নেন নাসির হোসেন।

মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জুয়েল একাদশের হয়ে সাজঘরে ফেরেন দুই ওপেনার নাইম শেখ (০) ও মুনিম শাহরিয়ার (১)। এরপর দলীয় ৫০ রান ছোঁয়ার আগেই ফিরে যান মোহাম্মদ মিঠুন (৫) এবং নাসির হোসেন (৯)। দলের ব্যাটারদের যাওয়া আসার মিছিলে অবশ্য এদিন ব্যাট হাতে জ্বলে ওঠেন ইমরুল কায়েস। দলের ভিত গড়ে দেওয়ার পর ৪৮ বলে ৯ চারে ৫৮ রান করে আউট হন ইমরুল।

শেষ কাজটি করেছেন জিয়াউর রহমান। এই অলরাউন্ডার ২১ বলে ৩ চার ও ২ ছয়ে অপরাজিত ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মুশতাক একাদশের পক্ষে ১ টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, আশিকুর জামান, রিপন মন্ডল, সৌম্য সরকার, সানজামুল ইসলাম ও নাইম হাসান।

সংক্ষিপ্ত স্কোর-

শহীদ মুশতাক একাদশ ১২৩/১০ (১৯.৪), সৈকত ১৪, তামিম ১৩, দিপু ২, সৌম্য ২২, আকবর ৩৫, সাইফ ১৩, জাকের ১, রাব্বি ০, বিপ্লব ৩, নাইম ৪*, আশিকুর ৮; কামরুল ৪-০-২২-৩, সানি ৪-০-২০-৩, নাসির ৪-০-২৪-১, মৃত্যুঞ্জয় ৩.৪-১-২২-৩

শহীদ জুয়েল একাদশ ১২৭/৬ (২০), মুনিম ১, নাইম ০, ইমরুল ৫৮, মিঠুন ৫, নাসির ৯, নাইম ৪, জিয়া ৩৬*, রিশাদ ৭*; সাইফ ৪-০-২৮-১, আশিকুর ৩-০-১৬-১, রিপন ৪-০-৩০-১, সৌম্য ৩-০-১৫-১, সানজামুল ৩-০-২১-১, নাইম ২-০-১০-১

ফল: শহীদ জুয়েল একাদশ ৪ উইকেটে জয়ী

ম্যাচসেরা: ইমরুল কায়েস (শহীদ জুয়েল একাদশ)।

এসএইচ/এটি