মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেছে ফরচুন বরিশালের দুই ওপেনার। প্রথম ওভার থেকেই সিলেট স্ট্রাইকার্সের বোলারদের ওপর চড়াও হন এনামুল হক বিজয়। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন চতুরাঙ্গা ডি সিলভা। দুজনে মিলে পাওয়ারপ্লেতে যোগ করেন ৫৪ রান। 

পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান করা বরিশাল প্রথম উইকেট হারায় দলীয় ৬৭ রানে। ২১ বলে ২৯ রান করে মাশরাফির বলে ক্যাচ হয়ে ফেরেন বিজয়। বিজয় ফিরলেও দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন চতুরাঙ্গা। উইকেটে এখন তাকে সঙ্গ দিচ্ছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার ইফতিখার আহমেদ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৩ রান। এরপরও ব্যাটিংয়ে নামা বাকি রয়েছে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের মতো ব্যাটারদের।

এর আগে বিপিএলের চতুর্থ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।বরিশালের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম থাকলেও আজকের ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। অন্যদিকে  মাশরাফি বিন মর্তুজার বদলে আজ সিলেটকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। শুরুতে বোলিং করবে মুশফিকের দল।