সিরিজ অসমাপ্ত রেখেই বাংলাদেশ ছাড়বে আয়ারল্যান্ড উলভস
করোনার মধ্যে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড উলভস দল। এই সফরে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচের সঙ্গে পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আইরিশদের। তবে করোনার কারণে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ কম খেলেই দেশে ফিরে যাবেন তারা।
আগের সূচি অনুযায়ী ১৯ মার্চ বাংলাদেশ ছাড়ার কথা ছিল সফরকারীদের। তবে নতুন সূচি অনুযায়ী দুদিন আগেই বাংলাদেশ ত্যাগ করবেন তারা। এর ফলে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াচ্ছে না।
বিজ্ঞাপন
আয়ারল্যান্ডের নতুন কোয়ারেন্টাইন বিধিনিষেধের কারণেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে দলটিকে। সম্প্রতি এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের পরিচালক রিচার্ড হোল্ডওর্থ জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক হলেও আমাদের একটি টি-টোয়েন্টি ত্যাগ করতে হচ্ছে। আইরিশ কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে যে লাল তালিকায় থাকা দেশগুলোর মধ্য দিয়ে আয়ারল্যান্ডের কোনও যাত্রী দেশে ফিরলে যেন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকে। আমাদেরকে যেহেতু সংযুক্ত আরব আমিরাত হয়ে দেশে ফিরতে হবে, যার মানে দাঁড়ায় আমাদের স্কোয়াডকে নতুন কোয়ারেন্টাইন বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘ফলে যেসব দেশ লাল তালিকায় এমন কোনো দেশ হয়ে আমাদের যেতে হবে। আমরা সবসময় বলেছি যে আমাদের স্কোয়াডের মানসিক-শারীরিক স্বাস্থ্য ও কল্যাণ সবার আগে। তাই ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইন এড়ানো জরুরি ছিল। বায়ো বাবলের কারণে এমনিতে ছেলেরা গত চার সপ্তাহ ধরে বন্দী। স্কোয়াডের কেউ কেউ সংযুক্ত আরব আমিরাতে আরও আগেই এই বায়ো বাবলের মধ্য দিয়ে গেছে।’
বিজ্ঞাপন
বাংলাদেশ সফরে এসে একেবারেই স্বস্তিতে নেই আয়ারল্যান্ড উলভস দল। তিন দিনের কোয়ারেন্টাইনের পর মাঠে ফিরে স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমে লড়াই জমিয়ে তুলতে পারেনি তারা। একমাত্র চারদিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হার। ওয়ানডে সিরিজেও ভালো করতে পারেনি আয়ারল্যান্ড।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি করোনার কারণে পরিত্যক্ত হয়। ওই ম্যাচ চলাকালীন খবর আসে সফরকারী দলের এক ক্রিকেটার করোনায় আক্রান্ত। পরের তিন ম্যাচে অসহায় আত্মসমর্পণ আইরিশদের। তিনটি ম্যাচই হেরেছে তারা। এতে সিরিজ হারের পর রোববার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে আইরিশরা।
এই সিরিজের পরেই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সে সিরিজের এক ম্যাচ কম খেলেই দেশে ফিরে যাবে আয়ারল্যান্ড উলভস দল।
টিআইএস/ওএফ/এনইউ