অ-১৪ নারী ফুটবলারদের দুইবার খেলার সুযোগ
১৫ মার্চ থেকে শুরু হচ্ছে জেএফএ অ-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ। প্রাথমিক পর্বে ৪২ টি জেলা দল অংশ নিচ্ছে। সাতটি ভেন্যুতে নক আউট ভিত্তিতে হবে এই চ্যাম্পিয়নশীপ। সাত ভেন্যুর আঞ্চলিক চ্যাম্পিয়ন ও গত আসরের চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি খেলবে মূল পর্বে। মূল পর্বে উত্তীর্ণ আট দল দুই বার খেলার সুযোগ পাবে। আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে নারী ফুটবল দলে এই আট দল খেলার সুযোগ পাবে। আবার মে মাসে চ্যাম্পিনশীপের ফাইনাল রাউন্ডও হবে আট দল নিয়ে।
গত আসরের জেএফএ কাপে ঠাকুরগাঁও এবং ময়মনসিংহের ম্যাচে অনেক ঝামেলা হয়েছিল বয়স ও বাইলজের বিষয়গুলো নিয়ে। এবারের বাইলজ প্রসঙ্গে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাদের বাইলজ ঠিকই আছে। নিয়ম জেনেও তারা গতবার এমন আচরণ করেছিল।’
বিজ্ঞাপন
অনূর্ধ্ব ১৪ ফুটবলে বাফুফের নিয়ম হচ্ছে একজন ফুটবলার দুই বার অংশ নিলে বয়স ১৪ এর নিচে থাকলে খেলতে পারবেন না। এই নিয়ম নিয়েই মূলত গতবার ঠাকুরগাঁও এবং ময়মনসিংহের মধ্যে ঝামেলা হয়েছিল। বয়স ১৪’র নিচে হলে আইনত খেলতে সমস্যা না থাকলে দুই বারের বেশি সুযোগ না দেয়ার কারণ সম্পর্কে কিরণের ব্যাখ্যা, ‘আমরা এই টুর্নামেন্ট করি নারী ফুটবলার উঠিয়ে আনার জন্য। একজন দুই বারের বেশি খেললে অন্যরা সুযোগ থেকে বঞ্চিত হবে এই জন্য আমাদের এই আইন।’
জেএফএ কাপের এটি সপ্তম আসর। সাত আসর হয়ে গেলেও ৪২ এর বেশি দলের অংশগ্রহণ হচ্ছে না। নানা সমস্যার কারণে সকল জেলা একই সঙ্গে অংশগ্রহণ করতে পারে না বলে জানান বাফুফে কর্তারা।
বিজ্ঞাপন
চলতি মাসেই শুরু হচ্ছে নারী ফুটবলারদের ব্যস্ততা। ২৭ মার্চ থেকে নারী ফুটবল লিগ। এর মাঝেই ইউনিসেফ অ-১৬ টুর্নামেন্ট। বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের কো-স্পন্সর ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, মহিলা ফুটবল কমিটির সদস্য আমের খান, জাকির হোসেন চৌধুরি সহ আরো অনেকে।
এজেড/এনইউ