নয়নের মনোনয়ন প্রাপ্তিতে অ্যাথলেটিক্সে আনন্দ
অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচন শেষে নির্বাচিত সহ-সভাপতি নূর উদ্দিন চৌধুরী নয়ন (বাম থেকে তৃতীয়), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু (ডান থেকে দ্বিতীয়), ও হারুনুর রশিদ (সর্বডানে)/ফাইল ছবি
লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন। রাজনীতির পাশাপাশি নয়ন ক্রীড়া সংগঠকও। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি পদে রয়েছেন নয়ন। নয়নের মনোনয়ন প্রাপ্তিতে অ্যাথলেটিক্স অঙ্গনে বইছে আনন্দ।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু তার সহ-সভাপতির দলীয় মনোনয়ন প্রাপ্তিতে অ্যাথলেটিক্স ও ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচকই মনে করছেন, ‘নয়ন ভাই রাজনীতি ও ক্রীড়াঙ্গন উভয় অঙ্গনের মানুষ। তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন। আশা করি তিনি নির্বাচিত হলে তার এলাকার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবেন।’ অ্যাথলেটিক্সকে মাদার অফ স্পোর্টস বলা হয়। সেই ডিসিপ্লিনে সাংগঠনিক, আর্থিক অনেক সমস্যা রয়েছে। নির্বাহী কমিটির কেউ সংসদে প্রতিনিধিত্ব করলে অনেক সংকট দূর হওয়ার আশা করছেন অ্যাথলেটিক্স সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
লক্ষীপুর-২ আসনে পাপুলের সংসদ সদস্য পদ খারিজ হলে আসনটি শূন্য হয়। লক্ষীপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ক্রীড়াঙ্গনের আরেক সংগঠক হারুনুর রশিদ। সিনিয়র ক্রীড়া সংগঠক, বাফুফের বর্তমান নির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদও দলীয় মনোনয়নের জন্য চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন বোর্ড জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়নকেই দলীয় প্রতীক নৌকায় নির্বাচন করার জন্য মনোনীত করেছে। হারুন অবশ্য নব্বইয়ের দশকে আওয়ামী লীগেরই এমপি ছিলেন ওই আসনে।
অনেক ক্রীড়া সংগঠক জাতীয় রাজনীতিতে যুক্ত। ক্রীড়াবিদ, সংগঠকদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব বাড়ছে। সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরি সম্প্রতি ইন্তেকাল করেছেন। এই আসনে উপ-নির্বাচনে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। এর আগে নড়াইলে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ আশিকুর রহমান মিকু। মিকু শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পাওয়ায় আর নির্বাচন করেননি।
বিজ্ঞাপন
এজেড/এনইউ