সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির হয়ে এদিন সর্বোচ্চ ৪০ রান করেন আইরিশ ক্রিকেটার কারটিস ক্যাম্ফার। এছাড়া আফিফ হোসেন করেন ৩৭ রান। বরিশালের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নিয়েছেন কামরুল ইসলাম এবং খালেদ আহমেদ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদী মারুফকে হারায় চট্টগ্রাম। ম্যাক্স ও'ডাউডের ব্যাটে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল চট্টগ্রাম, ঠিক তখনই  উন্মুক্ত চাঁদকে ফিরিয়ে দেন খালেদ আহমেদ। এরপর আফিফ হোসেনকে নিয়ে এগোতে থাকেন ও'ডাউড। ৩৫ বলে ৩৪ রান করে বিদায় নেন এই ওপেনার।

ব্যাট হাতে তখনও অবিচল আফিফ, শাসন করে যাচ্ছিলেন বরিশাল বোলারদের। ৩৭ রানে ফিরে যান বাঁহাতি এই ব্যাটার। এরপর অবশ্য হাল ধরেন ক্যাম্ফার। ইরফান শুক্কুরকে সঙ্গে নিয়ে একের পর এক আক্রমণ করেন সাকিবদের। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম সংগ্রহ করে ১৬৮ রান। ৪৫ রানে অপরাজিত থাকেন ক্যাম্ফার এবং ইরফান করেন ২০ রান।

এসএইচ