ক্যান্সার আক্রান্ত আকবর আলীদের হেড কোচ
টবি র্যাডফোর্ড/ ফাইল ছবি
গত বছরের আগস্টে এক বছরের চুক্তিতে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের হেড কোচের দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক সহকারী কোচ টবি রেডফোর্ড। জাতীয় দলের জন্য আকবর আলী, নাঈম শেখদের প্রস্তুত করার কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে বাংলাদেশ ইমার্জিং দলের চলমান সিরিজে দলের সঙ্গে যোগ দেননি এই ইংলিশ কোচ। বিসিবি সূত্র থেকে জানা গেছে, স্কিন ক্যান্সারে ভুগছেন রেডফোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, ‘টবি তো ইংল্যান্ডে আছে। সে স্কিন ক্যানসারে আক্রান্ত। সেখানেই তার চিকিৎসা চলছে। এখন আগের থেকে ভালো আছে। আমরা আশাবাদী সেখানকার চিকিৎসকের ছাড়পত্র নিয়ে টবি খুব শিগগিরিই কাজে যোগ দেবেন।’
বিজ্ঞাপন
এইচপি দলের সাবেক কোচ সাইমন হেলমটের উত্তরসূরী হিসেবে ২০২০ সালের ২৬ আগস্ট রেডফোর্ডকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। এইচপি দলের পাশাপাশি বিসিবি প্রেসিডেন্টস কাপের দল নাজমুল একাদশের কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ছুটি তে নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যান।
চলমান আয়ারল্যন্ড উলভস দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজে টাইগারদের দায়িত্বে থাকার কথা ছিল তার। তবে ক্যান্সারের চিকিৎসা চলায় চিকিৎসকের ছাড়পত্র পাননি। এজন্য বিমানের টিকিট কাটার পরেও যাত্রা বাতিল করতে হয় তাকে।
বিজ্ঞাপন
টিআইএস/এটি/এনইউ