করোনা সংক্রমণের পর বদলে গেছে পৃথিবী। বদল এসেছে মানুষের স্বাভাবিক জীবনযাপনে। করোনা ঝুঁকি মাথায় নিয়ে নিউজিল্যান্ডে খেলতে গেছে বাংলাদেশ দল। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনের পর মুক্ত হয়েছে টাইগাররা। মাঠের লড়াইয়ে নামার আগে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বর্তমানে কুইন্সটাউনে ৫ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ দল। সেখানে গতকাল শনিবার ছুটি কাটিয়েছেন তারা। আজ অনুশীলনের ফাঁকে দলের দুই পেসার রুবেল হোসেন ও শরিফুল ইসলাম একজন আরেকজনের সাক্ষাৎকার নিয়েছেন। নিউজিল্যান্ড থেকে ওই ভিডিও চিত্র পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাঠকদের জন্য দুজনের সাক্ষাৎকার পর্বটি তুলে ধরা হলো-

শরিফুল: নিউজিল্যান্ডে কেমন লাগছে?

রুবেল: নিউজিল্যান্ডে তো এর আগেও অনেক এসেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে আসলে বোলিং করতে ভালো লাগারই কথা। এখানকার উইকেট সুন্দর থাকে, স্পোর্টিং থাকে। ব্যাটসম্যানদের জন্য হেল্পফুল কিন্তু বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পার পরিকল্পনা অনুযায়ী, আমার কাছে মনে হয় বোলারদের জন্যও ভালো হবে। 

শরিফুল: আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের সফলতম পেসারদের একজন। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ জেতানোর অনেক অভিজ্ঞতা আপনার আছে। দর্শকরা আপনার কাছে অনেক কিছু আশা করে। তো আপনি এখন কতটুকু চেষ্টা করছেন নিজের সেরাটা দেওয়ার?

রুবেল: অবশ্যই। কারণ আমি সব সময়ই চেষ্টা করি। ইনশাআল্লাহ সামনে আমি যদি সুযোগ পাই, আমি আমার শতভাগ দেব। সঙ্গে আমি আমার ভালো স্মৃতিগুলো, কীভাবে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিলাম, চেষ্টা করব নিজের মাথায় নেওয়ার জন্য। এবং দলের পরিকল্পনা অনুযায়ী প্রয়োগটা খুব ভালো করতে হবে। তো এটাই আর কী। ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো।

শরিফুল: নিউজিল্যান্ডে এসে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারবো? আপনার কতটুকু আত্মবিশ্বাস?

রুবেল: ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমরা যে দল আছি, আমি পার্সোনালি মনে করি আমাদের সেই অ্যাবিলিটি আছে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই পরিকল্পনা অনুযায়ী, উইকেটের সাথে, উইকেটটায় গিয়ে আমরা যদি খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারি। টিমের তো অবশ্যই একটা পরিকল্পনা থাকে। আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি তো নিউজিল্যান্ডের সঙ্গে ভালো কিছু হবে।

এবার রুবেলের করা প্রশ্নের উত্তর দেন শরিফুল-

রুবেল: অনুশীলন কেমন চলছে?

শরিফুল: আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। 

রুবেল: নিউজিল্যান্ডের উইকেট কেমন মনে হচ্ছে? তোমার তো প্রথম সফর।

শরিফুল: উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে। স্কোরিং উইকেট। অ্যানিথিং ওয়াইড, পানিশড। জাস্ট লাইন অ্যান্ড লেংথে ঠিক করে বল করতে হবে।

রুবেল: তোমার প্রস্তুতি কেমন? ওদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক টাফ টিম, তো তোমার প্রস্তুতি কেমন?

শরিফুল: প্রস্তুতি তো আল্লাহর রহমতে ভালোই আছে। ওদের দেশে, ওদের সব জানা, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করব নিজের পরিকল্পনায় থাকার। 

রুবেল: তোমার স্ট্রোক বল কোনটা? সেটায় মনোযোগ দিচ্ছো বেশি?

শরিফুল: হ্যা স্ট্রোক বলটায় মনোযোগ দিচ্ছি, স্টাম্প টু স্টাম্প, হালকা সুইং।

রুবেল: ঠিক আছে, গুড লাক, বেস্ট উইশেস ফর ইউ।

টিআইএস/এমএইচ/এটি