২০১৮ সালের পর ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ আর হয়নি। হকি অঙ্গনে এমনিতেই নানা সমস্যা এর ওপর করোনার প্রভাবে হকি লিগ স্থবির পর্যায়ে। হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত শীঘ্রই হকি লিগের ব্যাপারে আশাবাদী, ‘আমরা ক্লাবগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।  আশা করছি প্রিমিয়ার লিগ চালু করতে পারব।’ 

প্রিমিয়ার লিগ চালু করতে কয়েকটি ক্লাব খোলার বিষয় জড়িত। ক্যাসিনো অভিযানে অনেক ক্রীড়া ক্লাব বন্ধ রয়েছে। ক্লাব খোলা প্রসঙ্গে হকি ফেডারেশনের সভাপতি বলেন, ‘প্রিমিয়ার লিগের জন্য ক্লাবগুলো চালু হওয়া প্রয়োজন। সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্যাপারে খুবই উৎসাহ দিয়েছেন।’ 

ফেডারেশনের সভাপতি নিজেকে নয় প্রধানমন্ত্রীকে হকির অভিভাবক মনে করেন, ‘আসলে হকির অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী। যখনই আমার সাথে দেখা হয়, হকির বিষয়ে জিজ্ঞেস করেন। ’

হকি ফেডারেশনের সভাপতি ফ্রাঞ্চাইজি হকি লিগ আয়োজনের পরিকল্পনা কথা বলেছিলেন। ফ্র্যাঞ্চাইজি হকি লিগের ব্যাপারে ফেডারেশন সভাপতি বলেন, ‘আমরা এটি নিয়েও কাজ করছি। কবে শুরু করতে পারব সুনির্দিষ্টভাবে এখনই বলা যাচ্ছে না।’
 
করোনার কারণে স্থবির হয়েছিল ক্রীড়াঙ্গন। বিশেষ করে জাতীয় দলের কর্মকান্ড একেবারে সীমিত ছিল। সেই প্রসঙ্গে ফেডারেশন সভাপতি বলেন, ‘আমরাই কিন্তু প্রথম জাতীয় দলের ক্যাম্প শুরু করেছিলাম। এরপর ক্রিকেট, ফুটবল করেছে। আমাদের দুইটি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। সেটা অবশ্য এখন একটি জুলাইতে হবে। কোভিড বাড়ছে, এতে চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের সাবধান থাকতে হবে।’  

দেড় বছর পর নারী হকির প্রতিযোগিতা হচ্ছে। করোনার কারণে নারী হকি কার্যক্রম সেভাবে হয়নি। নারী হকি নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন ফেডারেশন সভাপতি, ‘গতবার আমাদের টুর্নামেন্ট থেকে যারা ভালো করেছে তারা বিকেএসপিতে গিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দল পঞ্চম হয়েছে। এই টুর্নামেন্টের পর থেকে ডেভলপমেন্ট ক্যাম্প হবে। ’

এজেড/এমএইচ