সুইমিং পুল না থাকায় হোটেল পাল্টালো বাংলাদেশ দল
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প হতো হোটেল ফারসে। এবার নেপাল সফরেরর আগে ফারসের বদলে হোটেল এশিয়ায় ফুটবলারদের উঠায় বাফুফে। হোটেল এশিয়ায় এক রাত থেকে পরের দিনই হোটেল পরিবর্তন করতে হয়েছে। হোটেল এশিয়ায় সুইমিং পুল নেই, জিম ব্যবস্থাও খুব উন্নত মানের নয়।
এজন্য বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে হোটেল এশিয়ায় তার ফুটবলারদের রাখতে চাননি। কোচের দাবি ও সামগ্রিক প্রেক্ষাপটে বাফুফে জাতীয় দলের ফুটবলারদের রাজধানীর অন্যতম সেরা হোটেল ইন্টার কন্টিনেন্টালে দলকে উঠিয়েছে।
বিজ্ঞাপন
রোববার দুপুর থেকে নেপাল সফর করার আগ পর্যন্ত ইন্টার কন্টিনেন্টালেই থাকবেন জাতীয় দলের ফুটবলাররা। তাদের ফুটবল ক্যাম্প কয়েক বছর আগে হতো বাফুফে ভবনের চার তলায়। এরপর গত দুই তিন বছর যাবৎ হোটেল ফারসে। সাফ, বঙ্গবন্ধু গোল্ডকাপের সময় হোটেল সোনারগাঁওতে ক্যাম্প করতেন ফুটবলাররা। বাইরে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এবারই প্রথম এত বড় তারকা হোটেলে থাকছেন ফুটবলাররা।
জাতীয় দলের ক্যাম্পে গতকাল ২৭ জন ফুটবলার রিপোর্ট করেছেন। দুই গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, মিডফিল্ডার আব্দুল্লাহ এখনো রিপোর্ট করেননি। আজ সন্ধ্যার মধ্যে তাদের রিপোর্ট করার কথা রয়েছে। অধিনায়ক জামাল ভূঁইয়া দেশের বাইরে রয়েছেন।
বিজ্ঞাপন
এজেড/এটি/এমএইচ