খাজা-হ্যান্ডসকম্বের হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার আড়াইশ পার
ভারতের নাগপুরে বড় ব্যবধান ও ইনিংস ব্যবধানে প্রথম টেস্টে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে থেকেই স্পিন জুজু নিয়ে সরব থাকা কামিন্সের দল স্পিনারদের ঘূর্নিতে কাটা পড়েছিল। সেই ম্যাচের জয়ের ধারা ধরে রাখতে দিল্লিতে খেলতে নামে ভারতীয় দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ২৫৮ রান। ব্যক্তিগত সেঞ্চুরি ১৯ রান দূরে থেকে ওপেনার উসমান খাজা আউট হলেও আরেক হাফ-সেঞ্চুরিয়ান পিটার হ্যান্ডসকম্ব অপরাজিত আছেন।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক প্যাট কামিন্স। যদিও প্রথম ম্যাচেও আগে ব্যাট করে শুরু থেকেই দিশেহারা ছিল সফরকারী ব্যাটাররা।
বিজ্ঞাপন
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। দলীয় ৫০ রানে মোহাম্মদ শামির বলে উইকেটরক্ষক শ্রীকর ভারতের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপর উইকেটে এসে সেট হতে থাকা প্রথম ম্যাচের একমাত্র উল্লেখযোগ্য স্কোরার মার্নাস লাবুশানেকে ফেরান স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এর মাধ্যমে প্রথম ম্যাচের মতোই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া শুরু করেন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যাওয়ার লাবুশানে করেন ১৮ রান।
আগের ম্যাচেও রান না পাওয়া অভিজ্ঞ ব্যাটার স্টিভেন এ ইনিংসেও ব্যর্থ হয়েছেন। ক্রিজে নেমে অশ্বিনের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ঠিক তারপরই ফিরে যান ট্র্যাভিস হেড। এই বাঁ-হাতি স্পিন অলরাউন্ডারকে ফেরান শামি। এর মাধ্যমে ব্যক্তিগত দ্বিতীয় উইকেট শিকার করেন এই পেসার।
বিজ্ঞাপন
এরপর উমান খাজার সঙ্গে ভালো জুটি গড়ান ইঙ্গিত দিচ্ছিলেন পিটার হ্যান্ডরকম্ব। তাদের জুটিতে ভারতের স্কোরবোর্ডে যোগ হয় ৬০ রান। ব্যক্তিগত ৮১ রানে ফেরার আগে জাদেজার বলে রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন খাজা। এক রান পরেই ফিরে যান উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। এরপর ক্রিজে এসে ব্যাট ঘুরাতে থাকেন অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তার এই আক্রমণাত্মক ব্যাটিং কৌশলও তাকে বাঁচাতে পারেনি। দুই ছয় এবং তিনটি চারে তিনি ৩৩ রান করেন।
ব্যক্তিগত ৬৭ রানে অপরাজিত আছেন হ্যান্ডসকম্ব। দিন শেষ হওয়ার আগেই অল-আউটের শঙ্কায় আছে অজিরা। ভারতের হয়ে শামি, অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট নিয়েছেন।
এএইচএস