কোহলির কারিশমায় ভারতের সংগ্রহ ১৫৬
২৪ রানেই নেই তিন উইকেট, বিপদে ভারত। হাল ধরলেন অধিনায়ক বিরাট কোহলি, অনেকক্ষণ সঙ্গ দিলেন ঋষভ পান্ত। কিন্তু অনেকটা ‘অযথা’ দৌড়ে হারাতে হলো পান্তের উইকেট। আরেক প্রান্তে কোহলি অবশ্য থাকলেন ঠিকঠাক। তার কারিশমায় সফরকারী ইংল্যান্ডের সামনে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়ে ভারত। দ্বিতীয় ম্যাচের মতো এটিতেও ডাক মেরে সাজঘরে ফেরত যান ওপেনার লুকেশ রাহুল। আগের ম্যাচে ৬ বল খেললেও এবার খেলেছেন ৪ বল।
বিজ্ঞাপন
দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের নায়ক ইশান কিশানও এদিন ব্যর্থ হন। ৯ বলে ৪ রান করে ক্রিস জর্ডানের বলে আউট হন তিনি। এরপরই দলের হাল ধরেন কোহলি ও ঋষভ। দুজন মিলে গড়েন ৪০ রানের জুটি।
৩ চারে ২০ বলে ২৫ রান করে রান আউট হন পান্ত। তবে টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন কোহলি। ৮ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন মার্ক উড।
বিজ্ঞাপন
এমএইচ