পুরস্কারের অর্থ চট্টগ্রামের মাঠকর্মীদের দিলেন সাকিব
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর এদিন বেশ হাসিখুশি সাকিব আল হাসানকে দেখা গেল। এরপরই ছুটলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখান থেকেই সাকিব আবার ছুটলেন মাঝ উইকেটের দিকে।
সেখানে পৌঁছে দুই কিউরেটর ও মাঠ কর্মীদের কিছু একটা বলতে দেখা যায় অধিনায়ক সাকিবকে। পরে জানা গেল, সাকিবের কাছ থেকে অর্থ পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের মাঠকর্মীরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচে বল হাতে ২৬ রানে ১ উইকেট পাওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ২৪ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন সাকিব। এমন অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ শেষে সাকিব জিতে নেন মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কার।
দুই ম্যাচে তিনটি পুরস্কার পেয়েছেন সাকিব। এতে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা অর্থ পুরস্কার পান তিনি। এরমধ্যে এক লাখ টাকার পুরস্কার মাঠকর্মীদের দিয়ে দিলেন তিনি। প্রধান কিউরেটর প্রবীণ হিঙ্গারনিকার ও সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবুকে এই পুরস্কার বুঝিয়ে দেন সাকিব।
বিজ্ঞাপন
এসএইচ/কেএ