ঘরোয়া ক্রিকেটে আবারো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ইমরুল কায়েস। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) ইমরুল নেতৃত্ব দেবেন মোহামেডান স্পের্টিং ক্লাবকে। এর আগে অন্যদলের হয়ে খেলা ইমরুল নতুন করে মোহামেডানে এসেই অধিনায়কের ভার পেয়ে গেছেন। সদ্য সমাপ্ত বিপিএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কুমিল্লাকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন তিনি। মোহামেডানকে নিয়েও সেরকমই লক্ষ্য ইমরুলের।

এবারের ডিপিএলে তার দলে সতীর্থ হিসেবে পেয়েছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও ক্যারিয়ারের শেষদিকে থাকা মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটারদের।

আরও পড়ুন : ‘মোহামেডানের হয়ে সব ম্যাচ খেলতে চান সাকিব’

আজ (১১ মার্চ) মোহামডোনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে কথা বলেছেন ইমরুল কায়েস। এ সময় তিনি অধিনায়কের দায়িত্বের জন্য তার ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন, ‘প্রথমত ধন্যবাদ জানাই মোহামেডান কর্তৃপক্ষকে, যারা আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে। মোহামেডানের মতো ক্লাবের অধিনায়কত্ব করতে পারা অনেক বড় সম্মানের। আমি এই সম্মান ধরে রাখার চেষ্টা করব।’

মোহামেডান দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে ইমরুল বলেন, ‘আমি গত কয়েক বছর ধরে যে দলে খেলেছি, কমিটমেন্ট ছিল যেন চ্যাম্পিয়ন হতে পারি। এবারও চেষ্টা করবো মোহামেডান ক্লাব যেন আলাদা ফল পায়। যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’

এসএইচ/এএইচএস