ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপন। আবার এদেশের ক্রিকেটের বড় সমালোচকও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি। বাংলাদেশ দল ভালো করলে ক্রিকেটারদের যেমন প্রশংসা বন্যায় ভাসান। তেমনই তুলনামূলক দুর্বল দলের সঙ্গে ম্যাচ হারলে দুয়ো দিতেও ভুল করেন না। সে পাপন আজ (বুধবার) বাংলাদেশ দলের পক্ষে সাফাই গাইলেন। ক্রিকেটের সঙ্গে অন্যান্য খেলা যেমন ফুটবল-রাগবির পার্থক্য সামনে নিয়ে আনেন তিনি।

বুধবার মিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আয়োজন উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করে বিসিবি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘আমার মনে হয় আমার তত্ত্বাবধানে বাংলাদেশ দল একটি পর্যায়ে এসেছে। কিন্তু সেটি ওয়ানডে ফরম্যাটে। এখানে তো তিনটি ফরম্যাট। এটি তো অন্যান্য খেলার মতো না। যেমন ফুটবল ফুটবলই, রাগবি রাগবিই।’ 

পাপন আরও যোগ করেন, ‘ক্রিকেটে তো আবার তিনটি সংস্করণ। তিনটি সংস্করণের মধ্যে আমরা ওয়ানডে সবচেয়ে বেশি খেলতাম। টেস্ট আমরা কম খেলেছি। এটা হলো আমি আগের কথা বলছি, আমি আসার আগে থেকে। টেস্ট আমরা খেলতামই না, খুবই কম। ওয়ানডে আমরা খেলতাম। আর টি-টোয়েন্টি তো আগে ছিলই না। কাজেই তুলনা করা যায় না।’

কথা উঠেছিল বাংলাদেশ টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে। সাদা পোশাকে দলের ব্যর্থতা অকপটে স্বীকার করেন পাপন। তবে এটিও জানিয়ে রাখলেন, টেস্টে ভালো করতে না পারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ থেকে যথেষ্ট সমীহ আদায় করছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমনকি বিশ্বকাপজয়ী দুই দল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের থেকে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে তামিম ইকবাল, সাকিব আল হাসানরা।

পাপন বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা, এ দুই বিশ্ব চ্যাম্পিয়ন দলের উপরে এখনো আমরা আছি। এটাতো অনেক বছর ধরে আমরা ওদেরকে টপকে উপরে উঠেছি র‍্যাঙ্কিংয়ে। এটাতো একটা বিরাট ব্যাপার। আমরা এর আগে সিরিজ জিতি নাই যে সমস্ত দেশের সাথে, তাদের সকলের সাথেই আমরা সিরিজ জিতেছি।  ইনক্লুডিং ইন্ডিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সবার সঙ্গে সিরিজ জিতেছে। হয়তো এর আগে একতা ম্যাচ জিতেছিলাম। সে দিক দিয়ে নিশ্চিন্তে বলা যায় যে, আমরা ভালো।’

টিআইএস/এমএইচ