ছবি: সংগৃহীত

দুই ওপেনারের ব্যাটে ৭ ওভারের আগেই দলীয় অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশ। এমন উড়ন্ত সূচনায় দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তামিম ইকবাল। ৫৭ রানের অবিছিন্ন জুটিতে ৩২ রানই এসেছে অধিনায়কের ব্যাট থেকে।

৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭১ রান। তামিমের সংগ্রহ ৩৩ রান। অপর অপরাজিত ব্যাটার লিটনের সংগ্রহ ২৭ রান। 

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নির্ভার ছিল বাংলাদেশ। যার ছাপ দেখা গেছে তাদের ব্যাটিংয়েও। পুরো সিরিজ জুড়ে রান খরায় ভুগতে থাকা তামিম ইকবাল এদিন ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন। অপর প্রান্তে লিটন দাসও দুর্দান্ত শুরু করেন। এই ওপেনারও চার হাঁকিয়ে ইনিংস শুরু করেন।

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বলে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৩৬ রান এসেছে ক্যাম্পারের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার হাসান। এটি তার ক্যারিয়ারেরও সেরা বোলিং ফিগার। তাছাড়া ৩টি উইকেট পেয়েছেন তাসকিন। 

এইচজেএস