সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে কখনো ম্যাচ জিততে না পারার আক্ষেপ ঘোচানোই লক্ষ্য, ম্যাচের আগেই জানিয়েছেন অধিনায়ক তামিম। ডানেডিনে চলমান এই ম্যাচের সরাসরি আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট।

বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ২৬ বার স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। প্রতিবারই পরাজিত দলের তালিকায় লাল-সবুজের নাম। এবার সে আক্ষেপ ঘোচানোর সুযোগ ছিল বাংলাদেশ দলের সামনে। তবে কাজে লাগাতে পারেনি টাইগাররা। উল্টো বাংলাদেশের দেওয়া মাত্র ১৩২ রান তাড়া করে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ১৩২/২

কনওয়েকে ফেরালেন হাসান মাহমুদ

নিউজিল্যান্ড যখন ৯ উইকেটের বড় জয়ের অপেক্ষা করছে, তখন স্বাগতিক শিবিরে আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। ২৭ রানে থাকা ডেভন কনওয়েকে ফেরান তিনি।

নিউজিল্যান্ড ১১৯/২

বড় জয়ের পথে নিউজিল্যান্ড

১৩২ রানের সহজ লক্ষ্য আরও সহজ করে ছেড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বাংলাদেশি বোলারদের একেবারেই সুবিধা করতে দিচ্ছে না স্বাগতিকরা। ১০ ওভার শেষে স্কোর বোর্ডে ৮০ রান তুলে ফেলেছে কিউইরা। এতে বড় জয়ের দিকে ছুটছে তারা।

নিউজিল্যান্ড ৮০/১

গাপটিলকে ফেরালেন তাসকিন

ব্যাট হাতে ঝড় তুলেছিলেন মার্টিন গাপটিল। তাকে ফেরাতে তাসকিন আহমেদকে বোলিংয়ে নিয়ে আসেন তামিম ইকবাল। অধিনায়ককে হতাশ করেননি তাসকিন। মুশফিকের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন গাপটিলকে। আউট হওয়ার আগে ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে যান তিনি।

নিউজিল্যান্ড ৫৪/১

লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী শুরু নিউজিল্যান্ডের

১৩২ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের করা ইনিংসের শুরুর ২ ওভার থেকে তিনটি চার ও একটি ছয়ের মারে ১৯ রান তুলে নিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড ২০/০

বোল্টের জোড়া আঘাতে অলআউট বাংলাদেশ

স্বীকৃত ব্যাটসম্যানরাই পরাস্ত হয়েছেন দলে দলে, সেখানে বোলাররা ব্যাট হাতে আর কিই বা করতে পারেন? হাসান মাহমুদ আর তাসকিন আহমেদরা তা পারলেনও না। ট্রেন্ট বোল্টের করা ৪২তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে উইকেট খোয়ালেন দু'জনে । তাতে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৩১ রানে।

বাংলাদেশ ১৩১/১০

দলকে আরও বিপদে রেখে ফিরলেন রিয়াদ

ম্যাট হেনরি শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। শুধু উইকেটটাই পাওয়া হচ্ছিল না তার। অবশেষে সে উইকেটের দেখা পেলেন বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে ফিরিয়ে। হেনরির গুডলেন্থের বলটা পুল করে সীমানাছাড়া করার চেষ্টা করে ব্যর্থ হন রিয়াদ, ক্যাচ তুলে দেন মিড অনে থাকা স্যান্টনারের হাতে। তার আগে অবশ্য ইনিংস সর্বোচ্চ ২৭ রান তোলা হয়ে গেছে তার!

বাংলাদেশ ১২৫/৮

অবশেষে ১০০!

যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াচ্ছিল বাংলাদেশ তাতে দুই অঙ্কের রানে অলআউটের শঙ্কাতেও পড়ে গিয়েছিল। তবে সে শঙ্কা এড়িয়ে অবশেষে দলীয় শতরানের দেখা পেয়েছেন তামিম ইকবালরা। তবে এ শতক তুলে নিতে ওভার চলে গেছে ৩২টি ওভার!

বাংলাদেশ ১০০-৭

অভিষিক্ত মেহেদিকেও হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে শেখ মেহেদি যেন নতুন আশাই সঞ্চার করেছিলেন। ছক্কায় আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর খেলছিলেন ইতিবাচক ক্রিকেটই। তবে অতি আক্রমণাত্মক অ্যাপ্রোচই যেন কাল হয়ে দাঁড়াল তার জন্য। স্যান্টনারের বল মিড অনের ওপর দিয়ে সীমানাছাড়া করার চেষ্টা করেছিলেন, তবে সফলতা মেলেনি। তালুবন্দি হয়েছেন মিড অনে থাকা নিকলসের হাতে।

বাংলাদেশ ৯৮-৭

দলকে বিপদে রেখে ফিরলেন মিরাজ

মিচেল স্যান্টনারের লেগ স্ট্যাম্পে রাখা বলটা ফ্লিক করতে চেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। মিস করলেন, বলটা সোজা গিয়ে আঘাত হানল স্ট্যাম্পে। আরও এক উইকেটের পতন বাংলাদেশের।

বাংলাদেশ ৭৮/৬

দুর্ভাগ্যজনক রান আউটে ফিরলেন মিঠুনও

একশো পেরোনোর আগেই চার উইকেট নেই। এ অবস্থায় দুর্ভাগ্যও পিছু নিয়েছে বাংলাদেশের। দুর্ভাগ্যজনক রানআউটে উইকেট হারিয়েছেন মোহাম্মদ মিঠুনও। মাহমুদউল্লাহর শটটা জিমি নিশামের হাত ছুঁয়ে অন্য পাশের স্ট্যাম্প ভাঙে, তাতে বাংলাদেশ হারায় তাদের পঞ্চম উইকেট।

বাংলাদেশ ৭২/৩

বিদায় মুশফিকেরও

মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কাটা সামলানোর দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন মুশফিকুর রহিম। তবে মিচেল স্যান্টনারের বলে যেন মনোযোগ ভাঙল তার। অফস্ট্যাম্পের বাইরে শর্ট অফ আ লেন্থ বল গালি অঞ্চল দিয়ে সীমানায় পাঠাতে চেয়েছিলেন। তবে তা শেষমেশ জমা পড়েছে মার্টিন গাপটিলের হাতে। মুশফিক বিদায় নেন ব্যক্তিগত ২৩ রানে।

বাংলদেশ ৬৯/৪

লিটনের বিদায়ে বিপদে বাংলাদেশ

তামিম সৌম্যর বিদায়ের পরও ইতিবাচক মানসিকতা নিয়েই এগোচ্ছিলেন লিটন দাস। অন্যপাশে মুশফিক যখন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়েছিলেন, লিটন একের পর এক আক্রমণাত্মক শটে লড়াইয়ের বার্তা দিয়ে যাচ্ছিলেন নিউজিল্যান্ডকে। তবে জিমি নিশামের বলে সে প্রতি আক্রমণের ইতি ঘটল তার। নিশামের লাফিয়ে ওঠা বল বুঝতেই পারেননি তিনি। ব্যাট চালালেন, মিড অনে বোল্টের হাতে ক্যাচ ওঠল তাতে। ঘটল সম্ভাবনাময় এক ইনিংসের অপমৃত্যু।

বাংলাদেশ ৪২/৩

তামিমের পথ ধরে সাজঘরে সৌম্যও

ক্যারিয়ারের প্রথম 'ব্রেক'টা এই তিনেই হয়েছিল সৌম্য সরকারের। বহুদিন পর আবারও সেই একই পজিশনে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে কাজে লাগাতে পারেননি। বোল্টের শর্ট বলে হকচকিয়ে গিয়ে ক্যাচ দিলেন কভারে।

বাংলাদেশ ১৯/২

শুরুতেই বিদায় তামিমের

ট্রেন্ট বোল্টের গুড লেন্থের বলটা মিড অনের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন তামিম। ব্যাটে বলে হয়নি, বলটা সোজা গিয়ে আঘাত হানল বাংলাদেশ অধিনায়কের প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফিরলেন তিনি, বাংলাদেশের প্রথম উইকেটের পতন।

বাংলাদেশ ১৯/১

তিন অভিষিক্ত নিয়ে মাঠে নিউজিল্যান্ড

রস টেলর আর নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়া মাঠে নামবে নিউজিল্যান্ড, ব্যাপারটা জানাই ছিল। প্রথম ওয়ানডেতে এবার তিন অভিষিক্ত খেলোয়াড় নিয়ে নেমেছে স্বাগতিকরা। তিনজন হলেন-ডেভন কনওয়ে, উইল ইয়ং ও ড্যারিল মিচেল।

নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, টম ল্যাথাম, উইল ইয়ং, জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ দলে নতুন মুখ শেখ মেহেদি

টি-টোয়েন্টি অভিষেকটা অনেক আগেই হয়ে গিয়েছিল শেখ মেহেদি হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পেলেন অভিষেক ওয়ানডের স্বাদ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জন্মদিনে টস করতে নেমে তামিম ইকবালের শুরুটা মনোপুত হয়নি। হেরেছেন টসে। নামতে হচ্ছে সরাসরি ব্যাটিংয়ে। টসে জিতলে নিজেও যে বোলিংই নিতেন সেটাও জানালেন তামিম। খানিকটা অস্বস্তি নিয়েই তাই ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।