করোনা মহামারির পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল (শনিবার) ভোরে মাঠে নামবে তামিম ইকবালের দল। 

টেলিভেশনের পাশাপাশি এই সিরিজের সবগুলো ম্যাচ দেখা যাবে ইউটিউব এবং অনলাইনে। বাংলাদেশে মোট তিনটি চ্যানেলে দেখা যাবে এই সিরিজ। বাংলাদেশ টেলিভিশন ছাড়াও বেসরকারি দুই টিভি চ্যানেল গাজী টিভি ও টি স্পোর্টস দেখাবে ম্যাচগুলো।

এছাড়া র‍্যাবিটহোলবিডির ওয়েবসাইট ও র‍্যাবিটহোলবিডির ইউটিউব চ্যানেলে দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ। ভারতে ফ্যান কোড, যুক্তরাজ্যে বিটি স্পোর্ট, অস্ট্রেলিয়ায় ফক্স, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্ট, যুক্তরাষ্ট্রে ইএসপিএন প্লাস, ক্যারিবীয় অঞ্চলে ফ্লো স্পোর্টস, পাকিস্তানে পিটিভি এবং কানাডায় সিটিএন দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো।

২০ মার্চ ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে বাকি দুই ওয়ানডে খেলবে অধিনায়ক তামিম ইকবালের দল। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়, পরেরটি সকাল সাতটায় হওয়ার পর শেষ ওয়ানডে হবে ভোর চারটায়।

এরপর তিনটি টি-টোয়েন্টি হবে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। টি-টোয়েন্টি তিনটি হবে যথাক্রমে হ্যামিল্টন, নেপিয়ার ও ওয়েলিংটনে। প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ সময় সকাল সাতটায় হলেও পরের দুইটি হবে দুপুর বারোটায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি

ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম ওয়ানডে ২০ মার্চ ডানেডিন  ভোর চারটা
দ্বিতীয় ওয়ানডে ২৩ মার্চ ক্রাইস্টচার্চ সকাল সাতটা
তৃতীয় ওয়ানডে ২৬ মার্চ ওয়েলিংটন ভোর চারটা
প্রথম টি-টোয়েন্টি ২৮ মার্চ হ্যামিল্টন সকাল সাতটা
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ নেপিয়ার দুপুর বারোটা
তৃতীয় টি-টোয়েন্টি ১ এপ্রিল ওয়েলিংটন দুপুর বারোটা

এমএইচ